কুড়িগ্রামে বন্যা কবলিত দুটি উপজেলার প্রায় এক হাজার বানভাসিদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। সুন্দর বাংলাদেশ চাই ফাউন্ডেশন এবং আন-নাদওয়াহ ফাউন্ডেশনের সৌজন্যে দিনব্যাপী বন্যা কবলিত যাত্রাপুর ইউনিয়নের চিড়া খাওয়ার চর,বানিয়া পাড়া, চর যাত্রাপুর, গারুহাড়া এবং ফুলবাড়ি উপজেলার ভাংগামোড় ইউনিয়নের বন্যা দুর্গত প্রায় ১০০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ-সময় ১০ টন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর তালিকায় ছিল চাল, ডাল, আলু, পিঁয়াজ, মুড়ি, লবন,তেল, ঔষধ ও খাবার স্যালাইন। এসময় উপস্থিত ছিলেন সুন্দর বাংলাদেশ চাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী আনিসুজ্জামান আরজু, আন-নাদওয়াহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি রাকিবুল হাসান, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর, আলহাজ্ব ওমর ফারুক প্রমুখ। ত্রান-সাহায্য বিতরণ শেষে সুন্দর বাংলাদেশ চাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী আনিসুজ্জামান আরজু বলেন, ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করবো এবং উত্তরবঙ্গের অসহায় মানুষের পাশে আমরা সবসময় থাকবো ইনশাআল্লাহ।