কুড়িগ্রামের উলিপুরে রাস্তায় পরে থাকা ওই অজ্ঞাত নামা নারীর খোঁজ পেয়ে উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা তাকে উদ্ধার করে গত ০৬ জুলাই উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেয়। এরপর ৮/১০ দিনের মাথায় সেবা ও চিকিৎসায় বেশ সুস্থ হয়ে উঠে ওই নারী। কিন্তু অতীব দুঃখের বিষয় অজ্ঞাত নামের এ নারীর বিভিন্ন পত্রিকায় নিউজ করেও ঠিকানা খুঁজে পাওয়া যায়নি। অনুমান করা হচ্ছে, ওই নারীর ছেলেরাই তাকে কোন দূর হতে নিয়ে এসে উলিপুর উপজেলার কিশামত মালতিবাড়ী এলাকায় রাস্তার পাশে রেখে চলে যায়। মঙ্গলবার (১২ জুলাই) খোঁজ নিয়ে জানা গেছে, ২০/২২ দিনের মাথায় হাসপাতাল কর্তৃপক্ষ ওই নারীর টেক-কেয়ার নেয়া ছেড়ে দেয়। ফলে ওই নারী এখন বিব্রস্থ অবস্থায় উলিপুর হাসপাতালের বারান্দাতেই মানবেতর ও দুর্বিসহ জীবন অতিবাহিত করছে। মঙ্গলবার (১২ জুলাই) ওই নারীকে ঢাকায় একটি বৃদ্ধাশ্রমে (আপন নিবাস) রাখার সিদ্ধান্ত নিয়ে উলিপুর হাসপাতালে ওই নারীকে দেখতে গেলে উলিপুর সরকারি হাসপাতাল কর্তৃপক্ষের অমানবিক আচরণের এ দৃশ্য চোখে পরে। হতবাক করে দেয় বিব্রস্থ অবস্থায় পরে থাকা ওই অসুস্থ নারীর দেহ বারান্দায় ধুলো বালিতে পরে আছে। এ ঘটনায় উলিপুর উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা জানান, অজ্ঞাতনামা ওই নারী সুস্থ রয়েছেন, দুই-এক দিনের মধ্যে আমরা ছাড়পত্র দেয়ার ব্যবস্থা করছি।