বাগেরহাটের চিতলমারীতে বৈদ্যতিক তারের শর্ট সার্কিট থেকে অগুনলেগে এক বিধবার বসতঘর সহ প্রায় ৬ লক্ষাধিক টাকার মালামাল সম্পুন্নভাবে ভস্মিভুত হয়ে গেছে। মালামালের মধ্যে রয়েছে নগদ অর্থ, ফ্রিজ, ধান-চাউল, ঘরের আসবাবপত্র হাঁস, মুরগী, কবুতর,কাপড়-চোপড়,শিক্ষার্থীদের বই-পুস্তক প্রভৃতি।
ওই বিধবার পরিবারের সদস্যরা বর্তমান খোলা আকাশের নিচে মানবেতর দিন যাপন করছেন। ১৩ জুলাই বুধবার রাত ১টা ৩০ মিনিটে উপজেলার হিজলা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত: অনোয়ার হোসেন কাজীর বিধবা স্ত্রী আফরোজা বেগমের বসত ঘরে এঘটনাটি ঘটেছে। আফরোজা বেগম সাংবাদিকদের বলেন, রাত ১টা ৩০ মিনিটে ছেলে,মেয়ে,পুত্রবধু এবং ছেলের শিশু বাচ্চাকে নিয়ে তার পরিবারের সকলে ঘুমিয়ে ছিলেন। বিদ্যুতের তারে ঘরের টিনের সাথে বারবার স্পার্ক করায় ঘরে আগুন লেগে যায়। প্রতিবেশীরা এটা দেখতে পেরে তাদের ঘুম থেকে জাগিয়ে উদ্ধার করেন। অনেক চেষ্টাকরেও আগুন নেভানো সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসে খবর দিলে যোগাযোগ ব্যবস্থা খারাফ হওয়ার কারনে তারা ঘটনা স্থলে আসতে পারেনি। তিনি কেঁদেকেঁদে আরো বলেন, প্রায় দেড় বছর হলো স্বামী মারা গেছেন। সহয়সম্বল যা ছিলো সব শেষ।আমার পরিবার নিয়ে কি ভাবে বেঁচে থাকবো? তিনি সমাজের সকল শ্রেনীপেশার মানুষের কাছে ০১৬৪৩৩৮৪৬৮১ বিকাশ নম্বরে সহযোগিতা কামনা করেছেন। ক্ষতিগ্রস্ত বিধবার বাড়ীতে তার নিজ ইউপি চেয়ারম্যান,কাজী আবু সাহিন,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আবজাল হোসেন, স্থানীয় ইউপি সদস্য দেবাশীষ রায়সহ অনেকে উপস্থিত হয়ে দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের ব্রিফ করেছেন। চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছা জানান, ঘটনাটি দুঃখ জনক। তিনি ইউপি চেয়াম্যানের নিকট থেকে শুনেছেন ।সরেজমিনে তিনি যাবেন। এবং সর্বাত্মক সহযোগিতার চেষ্টা করবেন।