রাষ্ট্রীয় মানবাধিকার থেকে বঞ্চিতের কারণে এবং পি.বি.আই কর্তৃক মিথ্যা প্রতিবেদনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন বেগমগঞ্জের রসুলপুর ইউপির ২নং ওয়ার্ডের ভুক্তভোগী মোঃ মাছরুর হোসেন মোহন সংবাদ সম্মেলনে তিনি তার বক্তব্যে বলেন—তার চাচা আইনজীবী মোঃ মঈন উদ্দিন খসরু সম্পত্তি বিরোধের জেরে আইনী ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা মামলা জড়িয়ে তাদের বাড়ির ৯টি পরিবারকে জিম্মি করে রেখেছেন এবং বিভিন্ন ভাবে হয়নি করে আসতেছেন।এই বিষয়ে তারা আইনি সহযোগিতা পেতে আদালতে একটি মামলা করলে আদালত বেগমগঞ্জ থানাকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেয়। বেগমগঞ্জ থানা স্বরেজমিনে তদন্ত করে সত্য ও সঠিক প্রতিবেদন আদালতে প্রেরন করে। পরে এডভোকেট খসরু আদালতে এই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়ে মামলা পিবি আইতে স্থানান্তর করেন। সংবাদ সম্মেলনে জনাব খসরু অভিযোগ করে বলেন-পিবি আই’র এস আই আবু বকর ছিদ্দিক সত্য ঘটনাকে আড়াল করে আদালতে মিথ্যা প্রতিবেদন পাঠান। এদিকে এডভোকেট খসরু আইনজীবী সমিতির দায়িত্বে থাকায় আইনী ক্ষমতার আপব্যাবহার করে নোয়াখালী আইনজীবী সমিতির কোন আইনজীবীকে তাদের পক্ষে দাঁড়াতে দিচ্ছেন না। এমতাবস্থায় কোন উপায় খুঁজে না পেয়ে তারা মানবাধিকার কাউন্সিলে সহযোগিতা চান, সেখানেও তারা বঞ্চিত হন। অবশেষে ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনের অয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন মোঃ মাছরুর হোসেন মোহন। তিনি তার বক্তব্যে আরো বলেন-এডভোকেট খসরু সন্ত্রাসী ভাড়া করে বাড়ির সকলের জয়গার মধ্যখান দিয়ে জোরপূর্বক পয়োনিস্কাসন ড্রেন তৈরি করে পুকুরে সংযোগ দেয়, এখন তার বিল্ডিং এর ব্যাবহারিত ময়লা এই ড্রেনেজে দিয়ে পুকুরে পড়ার কারনে পুকুরের পানিতে রোগ জীবানু ছড়িয়ে পড়েছে। তিনি এই ব্যাপারে উর্ধতন কতৃপক্ষের সহযোগিতা কামনা করেন। তিনি জানান উক্ত বিষয়ে কয়েক দফা শালিস দরবারও হয়েছে। ঘটনাটি বেগমগঞ্জ উপজেলার রসুলপুর আব্বাস আলী মোক্তার (বড় বাড়ি) বাড়িরল।