রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
আমার কথা বলে চাঁদা-সুবিধা আদায়ের চেষ্টা করলে পুলিশে দিন : আসিফ নজরুল তিস্তার পানি দ্রুত বাড়ছে আজ আদালতে আত্মসমর্পণ করবেন মাহমুদুর রহমান ঢাকার খাল দিয়ে ব্লু নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছে সরকার : পানিসম্পদ উপদেষ্টা শিক্ষাব্যবস্থায় হিন্দুত্ববাদ ও নাস্তিক্যবাদ বরদাস্ত করা হবে না : মামুনুল হক নৌকা থাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন হতে পারে : উপদেষ্টা আদর্শিক ভিন্নতা থাকলেও সবাই একসঙ্গে জাতি গঠনে কাজ করবে: মঞ্জুরুল ইসলাম জাতিসংঘে ভাষণে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা মাহমুদ আব্বাসের মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে ভাষাসৈনিক অধ্যাপক আব্দুল গফুরের দাফন ছাত্র-জনতার অদম্য সংকল্প ও প্রত্যয় স্বৈরাচার থেকে আমাদের মুক্তি দিয়েছে

বর্তমান সরকারের পদত্যাগ ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না : মির্জা ফখরুল

ইকবাল হোসেন:
  • আপডেট সময় শনিবার, ২৩ জুলাই, ২০২২

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য বিশ্বের সকল গণতান্ত্রিক দেশের কার্যকরী গণতান্ত্রিক ভূমিকা প্রত্যাশা করে বিএনপি। গতকাল শনিবার (২৩ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিদেশী গণমাধ্যমের বাংলাদেশী প্রতিনিধিদের সংগঠন ওভারসিজ করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওক্যাব) আয়োজিত ‘মিট দ্যা ওক্যাব’ অনুষ্ঠানে একথা বলেন তিনি।
সংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা সব গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে কার্যকর ভূমিকা রাখবে সেই আশা করি।’ দেশের রাজনৈতিক সংকট সমাধানের একমাত্র উপায় বর্তমান সরকারকে পদত্যাগ করা- মন্তব্য করে তিনি বলেন, ‘বর্তমান সরকারের পদত্যাগ ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না।’
মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া সংলাপের কোনো সুযোগ নেই। এক্ষেত্রে সরকারের উদ্যোগ নিতে হবে, নইলে রাজপথে সমাধান হবে।’ শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের মিল প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘শ্রীলঙ্কার অর্থনীতিতে যে অবস্থা, আমাদেরও তেমন কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ, বিদ্যুৎ, গ্যাস- যার সাথে বাংলাদেশের মিল রয়েছে, যে কারণে আমরা শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের অর্থনীতির মিলের কথা বলেছি।’
তিনি বলেন, ‘প্রকাশ্যে জনসভার মাধ্যমেই আমরা ঘোষণা দিয়েছি- নিরপেক্ষ বা তত্ত্বাবধায়ক ছাড়া বিএনপি নির্বাচনে যাবো না।’
সংকট নিরসনে সংলাপ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘যেকোনো রাজনৈতিক সংকটের সময় সরকারকে উদ্যোগ নিতে হয়। এই সরকার যদি দেশে কোনো বিশৃঙ্খলা দেখতে না চায়, মারামারি-কাটাকাটি দেখতে না চায়, তাহলে অবশ্যই সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের ব্যবস্থা করতে হবে, যেটা আমরা করেছিলাম।’
তিনি বলেন, ‘আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলছি জাতীয় ঐক্য গঠন করার জন্য। যতগুলো রাজনৈতিক দলের সাথে কথা বলেছি সেখানে একটি বিষয়ে একমত হয়েছি যে আমরা দুর্বার আন্দোলনে যাব।’
হরতাল প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা ২০১৪ সাল থেকেই আন্দোলন করছি। আমরা সমগ্র বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দিয়েছিলাম আন্দোলনের মধ্য দিয়ে। আন্দোলনেই বলে দেবে আন্দোলনের ধারা কোন দিকে যাবে।’ তিনি বলেন, ‘এখন আওয়ামী লীগ সরকার পুরোপুরিভাবে একটি গভীর সংকটের মধ্যে রয়েছে। একদিকে অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে অপরদিকে বিভিন্ন খাতে ফেল করছে ব্যর্থ হচ্ছে জনগণের সমস্যা সমাধান করতে। দ্রব্যমূল্য আকাশচুম্বি হয়ে গেছে। এই বিষয়গুলোতে সরকার এমনিতেই কোণঠাসা হয়ে পড়েছে। বাংলাদেশের বেশিরভাগ সময় দেখা গেছে, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়। আমরা অত্যন্ত আশাবাদী এবং আত্মবিশ্বাসী এবার জনগণকে সাথে নিয়ে আন্দোলনের মধ্যদিয়ে এই সরকারের পতন ঘটাবো।’
দেশের পরিস্থিতি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘জ্বালানি তেলের যে মূল্য বৃদ্ধি পেয়েছে, ইতোমধ্যে তার প্রভাব পড়েছে। গ্যাসের দামের উপর পুরোপুরিভাবে আমদানি নির্ভর করছে। দুর্ভাগ্যক্রমে এই সরকার ১৫ বছর ক্ষমতা রয়েছে কিন্তু তারা নিজেদের গ্যাস উত্তোলনের কোনো ব্যবস্থা করেনি। দেখা যাচ্ছে ডলারের দাম বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে বড় ধরনের একটি ক্রাইসিস সৃষ্টি হয়েছে। এখানে ফার্টিলাইজার ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। অন্যান্য ফ্যাক্টরির মধ্যে গার্মেন্টসগুলো বিপদের মধ্যে পড়েছে। গ্যাস না পাওয়ার ফলে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। অন্যদিকে অন্যান্য কল-কারখানা যেগুলো রয়েছে জ্বালানি সংকটে ভুগছে। পরিবহন খরচ বেড়ে যাচ্ছে। এ রকম অনেক বড় বড় সংকট তৈরি হচ্ছে।’ ‘এই সরকারের দুর্নীতির সাথে জড়িত। তাদের দুর্নীতির কারণে আজকের এই অবস্থার সৃষ্টি হয়েছে। তারা কোনোদিনই এই সমস্যার সমাধান করতে পারবে না,’ বলেন তিনি। বিএনপির নেতৃত্ব প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়া আমাদের চেয়ারপারসন। তিনি আমাদের নেত্রী। তার অবর্তমানে চেয়ারম্যান তারেক রহমান রয়েছেন। এখানে অস্পষ্টতার কিছু নেই।’ এ সময় আয়োজক সংগঠনের আহ্বায়ক বিবিসি বাংলার সংবাদদাতা কাদির কল্লোল, সদস্য সচিব জার্মানভিত্তিক সংবাদ সংস্থা ডিপিএ’র প্রতিনিধি নজরুল ইসলাম মিঠুসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com