ফরিদপুরের সালথা উপজেলায় রাতের আধারে অর্ধশতাধিক সিমগাছ ও লাউ গাছ কেটে ফেলা হয়েছে এবং একটি খড়ের পালায় অগ্নি সংযোগ দেয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার রাত ৯টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের মাদ্রাসা গট্টি ঝুঁনাখালি গ্রামে এঘটনাটি ঘটেছে । এই ঘটনায় সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় চায়না আক্তার(২৬) সালথা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী কৃষক চায়না আক্তার বলেন, গত শুক্রবার আমার চাচাতো ভাই মোজাহার এর জামাতা রিয়াজ শেখের গরু ছুটে এসে আমার বাড়ির উঠানে লাগানো পেঁপে গাছ ভেঙে ফেলে। এই নিয়ে আমার সাথে রিয়াজের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে রিয়াজ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং পরবর্তীতে বিভিন্ন ধরনের হুমকি দেয়। এরই জের ধরে, গতকাল রাতে আমার খড়ের পালায় আগুন লাগিয়ে দেয় সেই সাথে আমার বসতবাড়ির সাথে ২০ শতাংশ জমিতে চাষকরা সিমগাছ ও লাউগাছ কেটে ফেলে। এতে আমার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। অভিযোগকারী চায়না আক্তার গট্টি ইউনিয়নের মাদ্রাসা গট্টি ঝুঁনাখালি গ্রামের মৃত আব্দুল রব মাতুব্বরের মেয়ে। অভিযুক্ত রিয়াজ শেখ(২৫) একই ইউনিয়নের বালিয়া গট্টি খাল পাড়া গ্রামের পাঁচু শেখের ছেলে। এ ব্যাপারে অভিযুক্ত রিয়াজের মুঠোফোনে একাধিকবার কল দিলে তিনি ফোন রিসিভ করেননি। বিধায় তার বক্তব্য পাওয়া যায় নি। উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) জীবাংশু দাস বলেন, খবর পেয়ে আমরা কৃষকের জমি পরিদর্শন করেছি। অফিস থেকে আমরা কৃষি উপকরণ দিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে থাকব। ইতোমধ্যে উপজেলা প্রশাসনকেও বিষয়টি অবহিত করেছি যাতে জমির ফসল কেটে দেবার মত ঘৃণ্য কাজ যে বা যারা করেছে তারা উপযুক্ত শাস্তি পায়। সালথা থানার এস আই সংশ্লিষ্ট ইউনিয়ন বীট অফিসার পরিমল বিশ্বাস বলেন, বিষয়টি আমার জানা নেই, শুনেছি একটি অভিযোগ দিয়েছে ভুক্তভোগী ওসি স্যার বিষয়টি খতিয়ে দেখে আইন গত ব্যবস্থা গ্রহণ করবেন।