মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এড. কাজী আরমান কটিয়াদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বোরো ধান রোপন নিয়ে শঙ্কিত কৃষকরা ভালুকায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য উৎসব টঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন লামা অবৈধ ৪ ইট ভাটায় যৌথ অভিযান : ১১ লাখ টাকা জরিমানা পাখির কিচির-মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের ‘বাইক্কা বিল’ কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু আশার প্রতিফলন এলাকাবাসীর ফটিকছড়িতে শহীদ জিয়ার নামে টুর্নামেন্টে প্রধান অতিথি নৌকার চেয়ারম্যান! কারণ দর্শানোর নোটিশ

কিশোর গ্যাং ও মাদকরোধে গণসচেতনায় ওসি ভূঞাপুর

তৌফিকুর রহমান মানিক ভূঞাপুর (টাঙ্গাইল)
  • আপডেট সময় রবিবার, ৭ আগস্ট, ২০২২

স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রীদের শিক্ষাপ্রতিষ্ঠানে আসা-যাওয়ার পথে ইভটিজিং, মাদক কেনা-বেচা-সেবন, কিশোর গ্যাংয়ের উৎপাত, কু-প্রস্তাব, বাল্য বিয়ে ও সন্ত্রাসী কর্মকা-সহ নানা ধরণের অপরাধরোধে এবার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন টাঙ্গাইলের ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম। শুধু তাই নয়, উপজেলা বিভিন্ন স্পট, বাণিজ্যিক ব্যাংক, স্কুল-কলেজ এমনকি দোকানপাটেও সকলের নিরাপত্তার স্বার্থে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। মসজিদগুলোতে নামাজ পরবর্তী সময়ে উপস্থিত মুসুল্লিদের নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা করে থাকেন। করোনা নিয়ে জনসাধারণের মধ্যে স্বাস্থ্যসচেতনতায় মাস্ক বিতরণসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন। অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে জরুরি প্রয়োজনে পুলিশের সেবা দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যে থানার সরকারি মোবাইল নাম্বারসহ তার নিজস্ব মোবাইল নাম্বার, ভূঞাপুর ফায়ার সার্ভিসের মোবাইল নাম্বার এবং থানার কর্মরত বিভিন্ন বিট পুলিশিংয়ের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) এর মোবাইল নাম্বারও লিফলেট টাঙানোর জন্য নিজে গণসচেনতায় পরামর্শ প্রদান করছেন। এমন ব্যতিক্রমী উদ্যোগের কারণে নানা ধরণের অপরাধমূলক কর্মকা- কমে আসবে বলে মনে করছেন সুধী মহল। স্কুলছাত্রীরা জানান, স্কুলে আসা-যাওয়ার পথে নানা সময়ে বাজে ছেলেরা হয়রানি করতো। সহপাঠীদের কাছে জানতে পারলাম থানার ইনচার্জ মহোদয়ের বিশেষ উদ্যোগে এখন আর ইভটিজিংসহ হয়রানি বা উক্তাক্ত করতে পারবে না। সস্প্রতি বেশ কিছুদিন ধরেই আমরা নিরাপদে স্কুলে ও বাড়িতে আসা-যাওয়া করতে পারছি। এছাড়া এসবরোধে পুলিশের বিশেষ নজরদারি চোখে পড়েছে আমাদের। রাস্তায় এখন আর বাজে ছেলেরা আড্ডা দিতে পারে না। ধন্যবাদ ওসি ফরিদুল স্যারকে আমাদের নিরাপত্তায় কাজ করার জন্য। এ প্রসঙ্গে ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহীউদ্দীন বলেন, স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বিশেষ উদ্যোগ নেয়ায় রাস্তা-ঘাটে ইভটিজিং অনেকটা কমে আসছে। স্কুলের আশপাশে যত্রতত্র বখাটের আড্ডা নেই। থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম মহোদয়ের ঐচ্ছিক কারণেই এসবরোধ করা সম্ভব হচ্ছে। এছাড়া তিনি সুযোগ পেলেই স্কুলে এসে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে সচেতনতায় দিক-নির্দেশনামূলক পরামর্শ প্রদান করে এবং তাদের সহযোগিতা করার আশ্বাস দেন। তার এমন উদ্যোগ অব্যাহত থাকুক এমনটাই প্রত্যাশা। এসব বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, আমি ভূঞাপুরে যোগদানের পর থেকেই এলাকার আইন-শৃঙ্খলা বিষয়ের ওপর জোড় দেই। বিশেষ করে মাদক কেনা-বেচা-সেবন, কিশোর গ্যাংয়ের উৎপাত, স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রীদের আসা-যাওয়ার পথে ইভটিজিং, বাল্য বিয়ে ও সন্ত্রাসী কর্মকা-সহ নানা ধরণের অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে তৎপর হই। ব্যাংক, স্কুল-কলেজে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মসজিদগুলোতে আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা ও পরামর্শ দিচ্ছি। আইনশৃঙ্খলা ঠিক রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com