প্রতি বছরের ন্যায় এবারও ভৈরবে ব্যাপক আয়োজনে পবিত্র শাহাদাতে কারবালা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ভৈরব পৌর এলাকার লক্ষীপুর গ্রামের ব্রহ্মপুত্র নদের পাড়ে কারবালা মাঠ খ্যাত স্থানে শোকের মাতম, জারি, মজলিশ , তাজিয়া মিছিল ও শোকাবহ পতাকা মিছিল নিয়ে সমবেত হয় হাজার হাজার ধর্ম প্রেমিক মানুষগণ। ইয়া হোসেন, ইয়া হোসেন ধ¦নিতে এলাকা মুখরিত হয়। ভৈরব এলাকার ১২টি ইমাম বাড়ার লোকজন কারবালা দিবসে অংশ নেয়। শতাধিক বছর ধরে ভৈরবে উক্ত দিবস পালিত হয়ে আসছে। খাদেম বীর মুক্তিযোদ্ধা মোখলেছ ফকির জানান, শোক ও মাতম করার অর্থ হচ্ছে জালিমের জুলুমের প্রতি ঘৃনা প্রকাশ ও শহীদগনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন।