চট্টগ্রামের পটিয়ায় ডিজেল, কেরাসিন, পেট্রোল, অকটেনের দাম বৃদ্ধি ও ঘনঘন বিদ্যুৎ লোডশেডিং এর প্রতিবাদে জাতীয় পার্টি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলা, পটিয়া উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যােগে গত ১০ আগষ্ট (বুধবার) বিকেলে পটিয়া বাসষ্টেশন কার্য়লয়ের সামনে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাপা’র যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম কমিশনারের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাপা’র কেন্দ্রীয় সদস্য ও দক্ষিণ জেলার সদস্য সচিব নুরুচ্ছফা সরকার। পৌর জাপা’র সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ এর পরিচালনা এতে বক্তব্য রাখেন, জাপা’র নেতা ফয়জুল কবির চৌধুরী, নাসির উদ্দীন, ইউসুফ চৌধুরী, সেলিম চৌধুরী, আবদুস সাক্তার, আবদুর রহমান বাবুল, ডাক্তার খোরশেদ আলম, শাহাদাত ইসলাম, মেম্বার দুলা মিয়া, নুরুচ্ছফা, জসিম উদ্দিন, এম এইচ মুন্না, রুবেল খান, জালাল, দিদার, কাসেম, সাহাব মিয়া, আজাদ, ইরফান, আবু তাহের প্রমুখ।সভায় জাপা’র নেতৃবৃন্দ বলেন, জনগণের স্বার্থকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে সরকার একতরফা ভাবে তেলের দাম বাড়িয়ে দিয়েছে। নিত্য-প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এমনিতেই জনগণের নাভিশ্বাস। এর মধ্যে তেল ও গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পাওয়ায় এর প্রভাব সকল কিছুর উপর পড়ছে। প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রী, সেচ, কৃষিপণ্য ও পরিবহন ভাড়াসহ সকল ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব ফেলছে। ইতোমধ্যেই ভাড়া বাড়ানোর দাবিতে কোথাও কোথাও গণপরিবহন বন্ধ রয়েছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। মানুষ এমনিতেই অনেক কষ্টে জীবন-যাপন করছে। এর মধ্যে জ্বালানি তেলের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি জনগণের জন্য ‘মরার উপর খড়ার ঘাঁ’ হয়ে দাঁড়াবে। আমরা সরকারের এই অযৌক্তিক ও অন্যায্য সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানাচ্ছি।