রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম ::
সুনামগঞ্জের ধোপাজান নদীতে বালিপাথর লুটতরাজ বন্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ কেশবপুরে বিশ্ব শিশু দিবস পালন ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন শ্রীপুরে আদালতের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে বাড়ি নির্মাণের অভিযোগ ভালুকায় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ঈশ্বরগঞ্জে স্কুলছাত্র রাব্বি হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এক রাতে ৯ গরু চুরি ভুক্তভোগী খামারীদের আহাজারী কলমাকান্দায় দশম গ্রেডের দাবীতে শিক্ষকদের মানববন্ধন নেত্রকোণা পৌরসভার সড়কে খানাখন্দ দুর্ভোগে পথচারীরা ত্রিশালে শহীদ ও আহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান লামায় চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

গলাচিপায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা উদ্বোধন

খালিদ হোসেন মিলটন গলাচিপা (পটুয়াখালী) :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

পটুয়াখালীর গলাচিপায় শ্রীগুরু সঙ্ঘের আয়োজনে, পরোপকার ব্রত পালন ও ধর্মীয় বিবেচনায় গলাচিপায় মুক্তিযোদ্ধা সংসদ ভবনে মঙ্গলবার সকাল ১০টায় মাননীয় সংসদ সদস্য পটুয়াখালী-৩ আসনের জনপ্রিয় নেতা এস এম শাহজাদা (এমপি) প্রধান অতিথি হিসেবে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবার শুভ উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজী আবদুল মমিন, গলাচিপা থানা অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিন, বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা বাবু কাশিনাথ দত্ত, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মো. শাহ আলম, শ্রীগুরু সংঙ্ঘের যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় আশ্রম কাউখালী এ্যাডঃ কমল দত্ত, প্রচার সম্পাদক বাবু ভক্ত কর্মকার। চক্ষু চিকিৎসার শুভ উদ্ধোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু অসিম কর্মকার সভাপতি শ্রীগুরু সংঙ্ঘ গলাচিপা শাখা। সার্বিক সহযোগিতায় ছিলেন গলাচিপা উপজেলা শ্রীগুরু সংঙ্ঘের সাধারণ সম্পাদক বাবু নির্মল কর্মকার। এছাড়াও অতিথি হিসেবে ছিলেন প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, বনিক সমিতির সাধারণ সম্পাদক বাবু তাপস দত্ত, ধ্রুব লাল বনিকসহ সংগঠনের নেতৃবৃন্দ। চক্ষু চিকিৎসার সহযোগিতায় ছিলেন ইস্পাহানী ইসলামিক চক্ষু ইনিস্টিটিউট হাসপাতাল বরিশাল। অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা উপজেলার শত শত চক্ষু রোগীরা চিকিৎসা সেবা, চোখের ছানিপড়া বিষয়ে সেবা গ্রহণ করেন। উল্লেখ্য যে শ্রীগুরু সংঙ্ঘের আয়োজনে দেশের বিভিন্ন এলাকায় এ যাবত ১ শত একটি চুক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com