‘যুব সমাজই পরিবর্তনের অগ্রদূত’ এই শ্লোগান সামনে রেখে মঙ্গলবার উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ উদ্যোগে আয়োজিত জামালপুরে ১০০ হিরোস বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. মোক্তার হোসেন। জামালপুর পৌরসভার ১০ ওয়ার্ডে রশিদপুর ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জামালপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মলয় সাহা, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. বরকতউল্লাহ, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি শাহনেওয়াজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, জামালপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর শাহিনুর রহমান, মহিলা কাউন্সিলর নাসরিন আক্তার প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুজ্জামান। সভায় স্বাগত বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের এপি ব্যবস্থাপক মিনারা পারভীন। সভায় বিদ্যালয়ের ১০০ জন ছাত্র, ছাত্রী অংশগ্রহণ করে। এই শিক্ষার্থীরাই বাল্যবিয়ে, যৌন হয়রানী, মাদক, দুর্নীতি প্রতিরোধে নায়কোচিত ভূমিকা পালন করান জন্য প্রস্তুত হবে। আগামীদিনের সুন্দর ও ন্যয়ভিত্তিক সমাজ বিনির্মানে নায়কের মতো কাজ করে যাবে। এ লক্ষেই এপির উদ্যোগে ব্যতিক্রমী সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি এডিসি শিক্ষা মোক্তার হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন যারা সমাজের কল্যাণে ভালো কাজ করেন সততার জন্য সংগ্রাম করেন এবং অন্যদের ভালো কাজে সমর্থন ও সহায়তা করেন তারাই হিরোস। ন্যায্য অধিকার পাওয়ার ক্ষেত্রে এবং সমাজের জঞ্জালগুলো সমূলে উৎপাটনে তোমরা কাজ করবে। তোমরাই জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ প্রতিষ্ঠায় তোমরা নিরন্তর কাজ করবা। দুদক উপপরিচালক মলয় সাহা বলেন তোমাদের সততা চর্চা এবং ভালো মানুষ হয়ে উঠার জন্য দেশ চেয়ে আছে। তোমরাই একদিন বাংলাদেশকে দুর্নীতিমুক্ত দেশ হিসেবে প্রতিষ্ঠা করবে। উল্লেখ শিশুদের মৌলিক চাহিদা পুরণের জন্যে খানার স্থায়ী আয়ের উৎসে সহযোগিতা, মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি, ওয়াস, শিশু সুরক্ষা এবং অংশগ্রহণ কার্যক্রমের মাধ্যমে সমাজের অবস্থা উন্নতির লক্ষ্যে জামালপুরে শুরু হয়েছে এরিয়া প্রোগ্রাম (এপি) নামে ১০ বছর মেয়াদী কর্মসূচি। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘ জামালপুরে এপি বাস্তবায়ন করছে। সূত্র জানায় এরিয়া প্রোগ্রামটি জামালপুর সদর উপজেলার লক্ষিরচর, শরিফপুর ইউনিয়ন এবং জামালপুর পৌরসভার ১, ১০, ১১, ও ১২ নং ওয়ার্ডে বাস্তবায়ন শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় ৩৯টি গ্রামে ২৩ হাজার ২৮২ জন উপকারভোগী নির্বাচন করা হয়েছে। কর্মসূচির সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে এলাকার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ নিয়ে গ্রাম উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রমের মধ্যে জীবীকায়ন, স্বাস্থ্য, পুষ্টি, ওয়াস এবং স্পন্সরশীপ অন্যতম। এরমধ্যে আবার খানা জরিপ, দক্ষতা উন্নয়ন, পরিবেশ সম্মত গ্রাম প্রতিষ্ঠা, জিঙ্ক ধান উৎপাদন, অতিদারিদ্রের উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, দল গঠন, সক্ষমতার বিকাশ ঘটানো, প্রসবপূর্ব ও প্রসব পরবর্তী সেবা, শিশু অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, বিপদাপন্ন শিশুর তালিকা তৈরিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কর্মসূচি বাস্তবায়নে অর্থায়ন করছে হংকং।