রাজধানী ডেমরা বড়ভাংগা গতকাল বিকাল ৫ টায় সিএনজি অটোরিকশা কমিটির আয়োজনে ১৫ আগস্ট উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। প্রধান অতিথি আলহাজ্ব মাহামুদুর হাসান পলিন কাউন্সিল ৬৮ নং ওয়ার্ড ও সাধারন সম্পাদক যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ তিনি বলেন জাতীয় শোক দিবস বাংলাদেশে পালিত একটি জাতীয় দিবস প্রতিবছরের ১৫ আগস্ট জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে এ দিবসটি শোকের সাথে পালন করা হয়। এ দিবসে কালো পতাকা উত্তোলন ও বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তারিখে বাংলাদেশ ও স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাংলার ইতিহাসে ও বাংলাদেশের জন্য একটি কালো দিন। আপনাদের মধ্যে অনেকেই এ দিনটি সম্পর্কে জানতে খুবই আগ্রহী। আমাদের অবশ্যই এ দিনটি সম্পর্কে জানা অত্যন্ত জরুরী। কেননা বাঙালি জাতির জন্য একটি শোকাহত দিন হিসেবে এ দিনটিকে পালন করা হয়। উপস্থিত ছিলেন ডেমরা থানার ওসি শফিকুল রহমান পিবিএম তিনি বলেন সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকাসক্তির বিরুদ্ধে নির্মূল করার চেষ্টা। মাদক শুধু একজন মানুষকে নয়; একটা পারিবারিক ধ্বংসের দিকে ঠেলে দেয়।
প্রধান আলোচক আব্দুল আজিজ প্রধান সাবেক সাধারণ সম্পাদক সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ তিনি বলেন ১৯৭৫ সালের এই দিনে বাঙালি জাতির অনেক ইতিহাস রয়েছে। এমনি এমনি এদেশটি স্বাধীনতা লাভ করেনি।
অনেক প্রতিকূল অবস্থা পেরিয়ে আজকের বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করেছে। আজকের এই আর্টিকেলটি ১৫ আগস্ট বাংলাদেশের শোক দিবসের তথ্য ধারা গঠন করা হয়েছে। সভাপতিত্ব করেন মো:আনোয়ার হোসেন ৬৬ নং ওয়ার্ড যুগ্নসাধারন সম্পাদক, বিশেষ অতিথি রাসেল ভুইয়া ৬৬ নং প্রতিষ্ঠাতা সভাপতি যুবলীগ খলিলুর রহমান ৬৭ নং প্রতিষ্ঠাতা সভাপতি যুবলীগ,গোলাম মো: আইয়ুব মোল্লা প্রতিষ্টাতা সভাপতি বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধ চেতনায় কমান্ড পরিষদ (বামমুচেক) মেহেদী হাসান ৬৬ নং ওয়ার্ড প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক যুবলীগ, মো: জাফর ৬৭ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক যুবলীগ, মো:রফিকুল ইসলাম শাহিন ৬৭ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক যুবলীগ,মোহাম্মদ আলী সাবেক সারুলিয়া ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগ, সঞ্চালনায় মো: মন্জু হোসেন সাবেক যুগ্ন আহবায়ক সারুলিয়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ।
আমন্ত্রিত অতিথি মো:শাজাহান হাওলাদার সভাপতি ও সাধারন সম্পাদক মোঃ মাহফুজ আহমেদ স্টাফ কোয়ার্টার সিএনজি অটোরিকশা কমিটি ডেমরা থানা, আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। বঙ্গবন্ধুর মাগফেরাত কামনা ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।