জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নড়াইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ আগষ্ট) বিকেলে জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: মনিরুল ইসলামের বাসভবনের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নড়াইল জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান। জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল সাঈদ বাবুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মো: মনিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মো: আলী হাসান, অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি মোজাহিদুর রহমান পলাশ, মো: নজরুল ইসলাম, স,ম ওয়াহিদুজ্জামান মিলু, জাতীয়তাবাদী কৃষক দলের আহবায়ক মো: নবীর হোসেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারন সম্পাদক মোশফিকুর রহমান বাচ্চু, মো: আকিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সানিসহ দলীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, অচিরেই শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়াকে মুক্ত করা হবে এবং তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনা হবে। আওয়ামীলীগের নেতা-কর্মীদের দূর্নীতির কারণে জ্বালানী ও ভোজ্য তেল, গ্যাস, বিদ্যুৎ, সারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি হয়েছে। এ কারণে সাধারন জনগন চরম ভোগান্তিতে রয়েছেন। আওয়ামীলীগ সরকারের পায়ের নিচে মাটি নেই। বড় বড় মিথ্যা বুলি আউড়িয়ে জনগনকে বিভ্রান্ত করছে দলটির নেতারা। জনগনের রোষানলে আওয়ামীলীগের বিদায় ঘন্টা বেজে গিয়েছে। এদের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। বর্তমান দূর্নীতিবাজ সরকারকে হঠাতে দলীয় নেতা-কর্মীদের যে কোন আন্দোলন সংগ্রামে শরীক হওয়ার জন্য আহবান জানান বক্তারা।