প্রতিবছরের মতো এবারেও মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব উপলক্ষ্যে শত শত ভক্তবৃন্দের উপস্থিতিতে অনষ্ঠিত হল এলাকার ঐতিহ্যবাহী দধি-কাদো খেলা উৎসব। দিনাজপুর সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের কাউগাঁ রাজাপুকুর এলাকার হরিমনি দ্যাস্যার দেবোত্তর এস্টেট কমিটির আয়োজনে প্রতিবছরের মতো এবারেও দুই দিন ব্যাপী শ্রী কৃষ্ণের জন্মাষ্ঠমী উপলক্ষ্যে পূজা-অর্চনা, যুবকদের নিয়ে দধি-কাদো খেলার উৎসব অনুষ্ঠিত হয় এবং এলাকাবাসী ও বিভিন্ন স্থান হতে আগত ভক্তবৃন্দদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। দধি-কাদো খেলা উৎসবের উদ্বোধন করেন হরিমনি দ্যাস্যার দেবোত্তর এস্টেট কমিটির সভাপতি ও সেবাইত নবকুমার সাহা। স্বাগত বক্তব্য রাখেন এস্টেটের সাধারণ সম্পাদক ভবেশ চন্দ্র রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি টিটন মহন্ত, কোষাধ্যক্ষ সঞ্জিৎ কুমার রায়, উপদেষ্টা শ্রী রণজিৎ কুমার রায়, মদন চন্দ্র দাস ও জেলা লিগ্যাল এইড অফিসার দিনাজপুর কর্তৃক ৭ সদস্য বিশিষ্ট এস্টেট দেখাশুনার জন্য কমিটির স্থানীয় সদস্য জ্যেতিস চন্দ্র রায়। বক্তারা বলেন, দধি-কাুদো খেলার বিষয় হলো একটি পিচ্ছল লম্বা বাঁশের আগালে অনেকগুলো নারিকেল, কলা ও দক্ষিণা স্বরূপ কিছু টাকা বেধে দেওয়া হয়। যুবকেরা উক্ত পিচ্ছল বাঁশে উঠে নারিকেল ও প্রসাদ নিয়ে নামে এবং সকল যুবকেরা সেগুলো ভাগাভাগি করে খায়। এটা জন্মাষ্ঠমীর একটি ঐতিহ্যবাহী খেলার উৎসব। এখানে প্রতিবছর প্রায় সব ঠাকুরের পূজা উৎসব হয়ে থাকে হরিমনি দ্যাস্যার দেবোত্তর এস্টেটের মাধ্যমে।