শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ন

৫০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার কবলে ইউরোপ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

গত ৫০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার কবলে পড়েছে ইউরোপ। মহাদেশের দুই-তৃতীয়াংশে রাষ্ট্রীয় জরুরি অবস্থা বা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ জাহাজ চলাচল, বিদ্যুৎ উৎপাদন এবং বেশকিছু ফসল উৎপাদন কমে গেছে। ইউরোপিয়ান ড্রাউট অবজারভেটরি তাদের এক গবেষণা রিপোর্টে এইসব তথ্য জানিয়েছে। চলতি আগস্ট মাসে প্রকাশিত এই রিপোর্টে বলা হয়েছে, ইউরোপ মহাদেশের ৪৭ শতাংশ সতর্ক অবস্থার মধ্যে রয়েছে। এসব অ লের মাটির আর্দ্রতা দারুণভাবে কমে গেছে এবং শতকরা ১৭ ভাগ অ লে রাষ্ট্রীয় সতর্কতা জারি করা হয়েছে। এসব অ লে শাকসবজি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
ইউরোপিয়ান ড্রাউট অবজারভেটরির রিপোর্টে বলা হয়েছে, চলতি বছর শুরুর পর থেকে ইউরোপের অনেক অ লে মারাত্মক রকমের খরা প্রভাব ফেলেছে এবং আগস্ট মাসের প্রথম দিকে এসে তা আরো মারাত্মক আকার ধারণ করেছে। এ অবস্থায় ভূমধ্যসাগরীয় অ লের ইউরোপ অংশে স্বাভাবিক অবস্থায় চেয়ে অনেক বেশি গরম এবং শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। গত কয়েক সপ্তাহ ধরে ইউরোপের বিস্তীর্ণ অ লে ‘সিদ্ধ হওয়ার মতো’ গরম পড়ছে যা খরা অবস্থাকে আরো খারাপ অবস্থার দিকে নিয়ে গেছে এবং এতে দাবানল সৃষ্টি হয়েছে। এছাড়া বিভিন্ন অ লে স্বাস্থ্য সতর্কতা জারি করতে হয়েছে এবং বিভিন্ন সরকারের পক্ষ থেকে জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য আরো কার্যকর কর্মসূচি গ্রহণের আহ্বান জানানো হচ্ছে। সূত্র : বিবিসি, পার্সটুডে




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com