নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য আজ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। দিশেহারা হয়ে পড়েছে সাধারণ মানুষ। বিচারবহিঃভূত হত্যাসহ বিএনপির হাজারো নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে ফ্যাসিবাদী আওয়ামী সরকার। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। অন্যথায় দেশের জনগণ অবৈধ সরকারের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তুলবে। আওয়ামী সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার না করে আমরা ঘরে ফিরবো না। বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর অটো ব্রিকস চত্বরে মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুর ১টায় আয়োজিত এক বিশাল কৃষক সমাবেশ ও কৃষি বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা শাহ্ মো. আবু জাফর, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব এ.কে. কিবরিয়া স্বপন। কৃষক সমাবেশ ও কৃষি বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজক পৃষ্ঠপোষক ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। উপজেলা কৃষকদলের সভাপতি সৈয়দ দেলোয়ার হোসেন হেলিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শেখ আফসার উদ্দিন, আলফাডাঙ্গা বিএনপির সভাপতি আব্দুস সালাম শেখ, মধুখালী পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন সতেজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনু, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য মো. আমিনুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সঞ্জয় সাহা, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মহসিন আলম চান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হোসেন সালেহ্ রুবেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ খান রাব্বী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহিদুল ইসলাম পিকুল, জহিরুল ইসলাম, তুহিন আল মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর কৃষকদলের আহবায়ক বজলুল করিম চাঁদ। অনুষ্ঠানে স্থানীয় সহস্রাধিক কৃষককে বিনামূল্যে ১ প্যাকেট করে ধানবীজ বিতরণ করা হয়।