মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম ::
ভোলার বিভিন্ন চরাঞ্চল অতিথি পাখির কলকাকলিতে মুখরিত লালমোহনে ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সভাপতিকে সংবর্ধনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা সিংড়ায় পরিবেশ রক্ষার্থে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ কাজী আজিম উদ্দিন কলেজে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন টুঙ্গিপাড়ায় ভিক্ষুক ও হতদরিদ্রদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করলো সমাজসেবা অফিস জুডিসিয়াল সার্ভিস কমিশনের আওতায় এনে সহায়ক কর্মচারী অন্তর্ভুক্ত ও বিচার বিভাগের আলাদা সচিবালয় গঠনের নিমিত্তে দাবি পেশ দাউদকান্দিতে সড়কের মাটি ধসে পড়ল খালে, দুর্ঘটনার আশংকা সীতাকুন্ডে বিতর্কিত মাদ্রাসা পরিচালকের করা মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

জানো প্রকল্পের উদ্যোগে জেলা পর্যায় কিশোরীদের কারাতে প্রতিযোগিতা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, অস্ট্রিয়ান ডেভেলপমেন্ট কো-অপারেশনর সহ-অর্থায়নে, কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়নকৃত জয়েন্ট এ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের আওতায় রংপুর জেলার ৩টি উপজেলার (গঙ্গাচড়া, কাউনিয়া, তারাগঞ্জ) নির্বাচিত ৭৯ টি মাধ্যমিক, ২১ টি মাদ্রাসা এবং নীলফামারী জেলার ৪টি উপজেলার (নীলফামারী সদর, ডোমার, জলঢাকা, কিশোরগঞ্জ) নির্বাচিত ১৬৯ টি মাধ্যমিক ও ২৮ টি মাদ্রাসায় সরকারের সহায়ক প্রকল্প হিসেবে কাজ করছে। উক্ত প্রকল্পের আওতায় ১৭৫ জন কিশোরী ছাত্রীকে আত্মরক্ষার কৌশল (কারাত) ৩২ দিনের প্রশিক্ষণ প্রদান করা হয় এবং প্রকল্প এলাকার ৭ টি উপজেলায় প্রশিক্ষণ পরবর্তী সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ প্রাপ্ত কিশোরীদের সনদ ও বেল্ট প্রদান করা হয়। প্রশিক্ষণ প্রাপ্ত কিশোরদের উৎসাহ দ্বিগুণ করতে রংপুর জেলার গঙ্গাচড়া, কাউনিয়া ও তারাগঞ্জ উপজেলার নির্বাচিত ১২ জন প্রশিক্ষনার্থীদের নিয়ে জেলা পর্যায় কারাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ব্র্যাক লার্নিং সেন্টারে গত ২৭ আগস্ট অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৩ জন বিজয়ীকে ক্রেস্টসহ অংশগ্রহণকারী সকলের হাতে স্বারক সনদ তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয় গঙ্গাচড়া উপজেলার রিফাতুল জান্নাত (রিংকি) (সপ্তম শ্রেণি), প্রথম রানার্সআপ হয় তারাগঞ্জ উপজেলার তোপা রায় (সপ্তম শ্রেণি) এবং দ্বিতীয় রানার্সআপ হয় কাউনিয়া উপজেলার মুশফিকা নাজনীন (নিতু) (সপ্তম শ্রেণি)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুহাম্মদ ফয়েজ কাউছার, প্রজেক্ট ম্যানেজার জানো, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, মোঃ রেজোয়ানুর রহমান, প্রজেক্ট ম্যানেজার জানো, ইএসডিওসহ জানো প্রকল্পের অন্যান্য প্রতিনিধি, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারি অধ্যাপক ও চেয়ারম্যান মোঃ জুয়েল আহমেদ সরকার ও সহকারি অধ্যাপক মোঃ মাহাবুব চৌধুরী এবং একই বিভাগের অধ্যায়নরত ৫২ জন শিক্ষার্থী, বিভিন্ন উপজেলা হতে আগত শিক্ষক, শিক্ষার্থী, প্রতিযোগিদের অভিভাবক, প্রশিক্ষণের প্রশিক্ষক, নির্বাচিত প্রতিযোগী। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দলটি সংশ্লিষ্ট শিক্ষকদের তত্ত্বাবধানে জানো ফিল্ড ভিজিটের অংশ হিসেবে এই অনুষ্ঠানে যোগদান করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com