রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
আমার কথা বলে চাঁদা-সুবিধা আদায়ের চেষ্টা করলে পুলিশে দিন : আসিফ নজরুল তিস্তার পানি দ্রুত বাড়ছে আজ আদালতে আত্মসমর্পণ করবেন মাহমুদুর রহমান ঢাকার খাল দিয়ে ব্লু নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছে সরকার : পানিসম্পদ উপদেষ্টা শিক্ষাব্যবস্থায় হিন্দুত্ববাদ ও নাস্তিক্যবাদ বরদাস্ত করা হবে না : মামুনুল হক নৌকা থাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন হতে পারে : উপদেষ্টা আদর্শিক ভিন্নতা থাকলেও সবাই একসঙ্গে জাতি গঠনে কাজ করবে: মঞ্জুরুল ইসলাম জাতিসংঘে ভাষণে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা মাহমুদ আব্বাসের মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে ভাষাসৈনিক অধ্যাপক আব্দুল গফুরের দাফন ছাত্র-জনতার অদম্য সংকল্প ও প্রত্যয় স্বৈরাচার থেকে আমাদের মুক্তি দিয়েছে

গুম হওয়া স্বজনদের ফিরে পেতে জাতিসঙ্ঘের সামনে বিক্ষোভ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৩১ আগস্ট, ২০২২

বাংলাদেশে গুম হওয়া স্বজনদের ফিরিয়ে দিতে জাতিসঙ্ঘের সদর দফতরের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন। গত মঙ্গলবার বাংলাদেশী আমেরিকান কনসার্নড সিটিজেনের ব্যানারে ‘ইন্টারন্যাশনাল ডেজ অব ভিকটিমস অব ডিজঅ্যাপায়ারেন্স’ উপলক্ষে এ বিক্ষোভ সমাবেশ করেন তারা। সমাবেশে যোগ দেয় কোয়ালিশন ফর হিউম্যান রাইটস এন্ড ডেমোক্রেসি ইন বাংলাদেশ, হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফর বাংলাদেশ, সাউথ এশিয়ান পলিশি ইনিশিয়েটিভ, গুম হওয়া স্বজনদের সংগঠন মায়ের ডাক প্রভৃতি। এছাড়া বিক্ষোভে আরো অংশ নেয় ভিকটিম ফ্যামিলির সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার লোকেরা।
সমাবেশে বক্তব্য রাখেন সিএইচআরডি বাংলাদেশের সেক্রেটারি ইমরান আনসারী, বাংলাদেশের বোর্ড মেম্বার রীটা রহমান, বিশিষ্ট লেখিকা ডা. মিনা ফারাহ, মাহতাব উদ্দিন আহম্মেদ, সাংবাদিক এমদাদ দিপু প্রমুখ। সমাবেশটি সঞ্চালনা করেন মাহবুবুর রহমান। গুম হওয়া স্বজনদের পরিবারের সদস্যরাও এতে বক্তব্য রাখেন। গুম হওয়া ব্যারিস্টার আরমানের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন চাচা মীর মাসুম আলী। এ সময় ‘সন্তান হারা মায়ের ডাক, ফ্যাসিবাদ নিপাদ যাক, গেট ব্যাক মাই ব্রাদার’ সহ বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো জাতিসঙ্ঘ চত্বর।
বক্তারা বলেন, অবিলম্বে বাংলাদেশে গুম, খুন বন্ধ করতে হবে। গুম হওয়াদের পরিবারের কাছে অবিলম্বে ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশে জোরপূর্বক গুম তদন্তে জাতিসঙ্ঘকে একটি স্বাধীন কমিশন গঠন করতে হবে।
এছাড়া সমাবেশ জোর দাবি ওঠে অবিলম্বে ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত আয়নাঘর ভেঙে গুড়িয়ে দিতে হবে। সমাবেশ শেষে সি এইচ আর ডি বাংলাদেশের পক্ষে জাতিসঙ্ঘ মহাসচিব সমীপে একটি স্মারকলিপি দেয়। জাতিসঙ্ঘের সামনে বিক্ষোভে সম্মতি জানিয়ে যোগ দেয় যুক্তরাষ্ট্র বিএনপির অঙ্গসংগঠন। বিক্ষোভে যোগ দেয়া নেতারা হলেন, মিজানুর রহমান মিল্টন ভূইয়া, জসীম ভূইয়া, মাওলানা অলি উল্লাহ আতিকুর রহমান, হাবিবুর রহমান সেলিম রেজা, আহবাব চৌধুরী খোকন, গোলাম ফারুক শাহীন প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com