কুড়িগ্রামে ‘কোভিড-১৯ ভ্যাকসিন কেন জরুরী ও আমাদের করণীয় শীর্ষক’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামস্থ হলর¤œমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম সামিউল হক নান্টু। এসময় বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আনম গোলাম মোহাইমেন রাসেল, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান, সহকারি শিক্ষা অফিসার কানিজ ফাতেমা, সলিডারিটি’র নির্বাহী পরিচালক এসএম হার¤œন অর রশীদ লাল, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্ত্মাফিজ, সাবেক সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, সুশাসনের জন্য নাগরিক-সুজন’র জেলা সভাপতি খন্দকার খায়র¤œল আনম, দি হাঙ্গার প্রজেক্টের রংপুর বিভাগীয় সমন্বয়কারী রাজেশ দে, কোভিড-১৯ প্রকল্পের জেলা সমন্বয়কারী খন্দকার রাশেদুল আনম প্রমুখ। ইউনিসেফ’র আর্থিক সহযোগিতায় বেসরকারী এনজিও দি হাঙ্গার প্রজেক্ট’র কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্প অনুষ্ঠানের আয়োজন করে।