মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার এলাকায় নদী ভাঙন রোধ দাবিতে মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সার্বিক সহযোগিতায় প্রত্যক্ষ ও বিহাইন্ড দ্যা মুভমেন্ট হিসেবে অনেক অবদান রেখেছেন। নদী ভাঙনরোধে যে জিও ব্যাগ ফালানো হচ্ছে তার পরিকল্পনা ছিল পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের। পৌর মেযরের দাদা বাড়ী অত্র বাংলাবাজারর কাইজ্জার চর সদর উপজেলায়। সেই সুবাদেই মেয়রের অক্লান্ত পরিশ্রমে ও কল্যাণে নদী ভাঙ্গন রোধে পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড দ্রুত কাজ করেছে। পৌর মেয়রের লবিং ও গ্রুপিংয়ের কারণেই বাংলাবাজার নদী ভাঙন রোধের সকল প্রকার প্রতিকুলতার উর্দ্ধে ঐক্যতা নিয়ে এলাকার জনগুষ্টি ভাঙন হতে রক্ষার চেষ্টা। এ সকল কারণে প্রশংসায় ভাসছেন পৌর মেয়র হাজী ফয়সাল বিপ্লব। অতিশিঘ্রই নতুন একটি বরাদ্দ আসছে নদী ভাঙন রোধে। এই বরাদ্দ আসলেই নদী ভাঙন রোধে অনেকটা সফল হবেন বলে ধারণা করা হচ্ছে। এলাকার প্রতি সুদৃষ্টি সকলের আছে ও থাকবে বলেও ধারনা গরিব অসহায়দে জনগুষ্টির। বাংলা বাজার শিক্ষার্থী সংসদ মুন্সীগঞ্জের প্রতিষ্ঠাতা ও সভাপতি এইচ আর শাহরিয়ার হাবীব জানান, বাংলা বাজার এলাকার ভয়াবহ নদী ভাঙন শুরু হলে স্থানীয়দের অবস্থা ভয়াবহ রূপ নেয়। তাদেরকে রক্ষা করার জন্যই এগিয়ে আসে সামাজিক সংগঠন বাংলা বাজার শিক্ষার্থী সংসদ। এই সংগঠনের উদ্যোগে গণস্বাক্ষরসহ ভাঙনরোধে মানব বন্ধন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, মুন্সীগঞ্জ প্রেসক্লাব, পানি উন্নয়ন বোর্ড, পানি সম্পদ মন্ত্রনালয় ও জেলা পরিষদে স্মারকলিপি প্রদান করা হয়। তিনি আরো জানান, আমাদের দাবি আন্দোলনে পৌর মেয়র হাজী ফয়সাল বিপ্লব আর্থিক সহযোগীতা ও সু-পরামর্শ দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন। আমি এবং শিক্ষার্থী সংসদ পরিবার সব সময়ই পৌর মেয়রের নির্দেশনায় এলাকার ভাঙ্গন রোধে দুঃখি মানুষদের পাশে দাঁড়িয়েছেন। আমরা সকলের কাছে এই ভাঙন কবলিত এলাকার ভাঙন রোধে স্থায়ী সমাধান ও স্থায়ী বাধঁ, ব্লক দেয়ার জোর দাবী জানান তিনি। ইতিমধ্যে পৌর মেয়র হাজী ফয়সাল বিপ্লব নিজ উদ্যোগে ১৯০ টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন এবং নদী স্রোত হ্রাসের জন্য তিনি স্থানীয় প্রশসনের সাথে আলাপ চালিয়ে যাচ্ছেন। একটি নতুন চরের সৃষ্টি হওয়ায় পানির ¯্রােতের বহমান বাংলাবাজার সাধারণ মানুষ জমি ভিটে ভাঙনের সৃষ্টি হয়েছে। এই নতুন চরের বিশেষ অংশ কেটে নদীর বাগটি পরিবর্তন করে দিতে পারলেই ভাঙন রোধ করা অনেকটা সহজ হবে বলেও মনে করছেন স্থানীয়রা। বাংলা বাজারের নদী ভাঙন রোধে স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বাংলা বাজার শিক্ষার্থী সংসদ মুন্সীগঞ্জ আন্দোলন সংগ্রামে কাজ করে যাবে বলে জানান সভাপতি এইচ আর শাহরিয়ার হাবীব।