গজারিয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল গজারিয়া থানা কক্ষে থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে পূজা উৎযাপন পরিষদের নেতৃবৃন্দ সাথে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। গজারিয়া থানা ইনচার্জ মোল্লা সোহেব আলী সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পুজা কমিটির সভাপতি প্রদীপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক প্রদীপ রাজবংশী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পংকজ কুমার দাস সভাপতি ভবেরচর দক্ষিণ পাড়া দুর্গা পূজা মন্দির, সুজন চৌধুরী সাধারণ সম্পাদক।এছাড়া গজারিয়া ১০ টা পুজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক ও উপজেলা শারদীয় দূর্গা পূজা পরিষদ ও সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধি। এ সময়ে পূজা উৎযাপন পরিষদ নেতৃবৃন্দরা জানান, সরকারি বিধি নিষেধ মেনে এই উৎসব পালনে যথাযথ পদক্ষেপ নেবেন তারা। গজারিয়া থানা ইনচার্জ মোল্লা সোহেব আলী বলেন, ‘মতবিনিময় সভায় আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সুরক্ষাসহ সার্বিক নিরাপত্তা বিষয়ে আলোচনা হয়। গজারিয়ায় এবার ১০টি পুজামন্ডপে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এখন মন্ডপ গুলোতে পুরোদমে প্রতিমা তৈরির কাজ চলছে।