সেপ্টেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ ছিল বি-রিয়েল। ব্রিটেন ও ফ্রান্সের শীর্ষ তিন ডাউনলোড করা অ্যাপের মধ্যেও একটি হয়েছে বি-রিয়েল। মার্কেট ট্র্যাকার ডাটা.এআই বরাতে এই তথ্য জানিয়েছে ডয়েচে ভেলে।
নামই বলে দিচ্ছে এই অ্যাপটা বৈশিষ্ট্য কী: ফেসবুক, ইন্সটাগ্রাম ব্যবহারকারীরা সাধারণত ফিল্টার ব্যবহার করা ছবি পোস্ট করে থাকেন। বি-রিয়েলে সেটা সম্ভব না। কারণ এই অ্যাপ তার ব্যবহারকারীদের প্রতিদিন কোনো এক সময়ে নোটিফিকেশন পাঠিয়ে থাকে। তারপর মাত্র দুই মিনিটের মধ্যে ছবি তুলে তা পোস্ট করতে বলে। দিনের যে-কোনো সময় নোটিফিকেশন আসতে পারে।
সেই সময় আপনি ঠিক যা করছেন তারই ছবি আপনাকে তুলতে হবে। ফোনের পেছনের ও সামনের ক্যামেরা দিয়ে ছবি ওঠাতে হবে। আপনার বন্ধুরাও একই সময়ে নোটিফিকেশন পাবেন। ফলে একইসঙ্গে সবার ছবি পোস্ট হবে। এসব পোস্টে মন্তব্য করা যাবে, কিন্তু লাইক দেয়া যাবে না। দুই মিনিট সময় হওয়ায় ছবি ফিল্টার করার সুযোগ নেই। বছর দুয়েক আগে ফ্রান্সের উদ্যোক্তারা বি-রিয়েল অ্যাপ চালু করেন। ইতিমধ্যে সাড়ে তিন কোটিবার এটি ডাউনলোড করা হয়েছে। ডাটা.এআই বলছে জেনারেশন জেড (১৯৯০ এর দশক থেকে ২০১০ এর মধ্য জন্মগ্রহণকারী) প্রজন্মের কাছে এটি বেশি জনপ্রিয়।
প্রযুক্তি বিশেষজ্ঞ ক্যারোলিনা মিলানেসি বলেন, আমার মনে হয় ফেক আর পারফেক্টের প্রতি জেনারেশন জেডের মোহ কেটে গেছে, কারণ জীবনতো আসলে সেরকম নয়।