বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম ::
শ্রীমঙ্গলে বৃষ্টি হওয়ায় চা-বাগানগুলোতে নতুন প্রাণের সঞ্চার চিকিৎসা বিজ্ঞানে সাফল্য আনবে বরিশালের প্রীতমের আবিষ্কৃত রোবটিক আর্ম ফরিদপুরে বেশিরভাগ কেন্দ্রই ফাঁকা! ঈশ্বরগঞ্জে মাটির নিচ থেকে প্রাচীন রৌপ্য মুদ্রা উদ্ধার জগন্নাথপুরে কৃষকদের সংখ্যা বেশি হওয়ায় ধান কিনতে লটারি ধামরাইয়ে দপ্তরি দিয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান মৌলভীবাজার সদর উপজেলার শ্রেষ্ঠ মাদরাসা প্রধান মুফতি মাওলানা বশির আহমদ বরিশালের আগৈলঝাড়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত আবদুল জলিল এক অসহায় ভ্যানচালকের চিকিৎসার জন্য সাহায্যের আকুতি কোন প্রার্থী প্রশাসনের নয়, প্রার্থীকে নির্বাচিত করবে দেশের জনগণ-জেলা প্রশাসক

টেকনাফ সীমান্তে আবারো গোলাগুলির শব্দ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

কক্সবাজারের টেকনাফ উপজেলার খারাংখালী সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এতে সীমান্তবর্তী জমিতে কৃষি কাজে যেতে পারছেন না কৃষকরা। আতঙ্কে রয়েছেন এলাকার সাধারণ মানুষ।
গত বৃহস্পতিবার রাতে এবং গতকাল শুক্রবার সকাল ও দুপুরে থেমে থেমে গোলাবর্ষণ অব্যাহত ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়রা জানান, শুক্রবার ভোর রাত থেকে একের এক মর্টারশেলের মতো ভারী অস্ত্রের গোলার শব্দে কেঁপে ওঠে টেকনাফের খারাংখাললী সীমান্ত এলাকা। থেমে থেমে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে বলেও জানান তারা। মাসব্যাপী একের পর এক তুমব্রু, উখিয়া ও টেকনাফ সীমান্তে ভারী গোলাবর্ষণের শব্দে নারী, শিশুসহ সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় সাংবাদিক সুজা উদ্দিন রুবেল। তিনি বলেন, শুক্রবার সকালে ও দুপুরে টেকনাফ খারাংখালী এলাকায় সীমান্তে ভারী অস্ত্রের শব্দ শোনা গেছে। এই ভারী অস্ত্রের বিকট শব্দে কৃষকরা আতঙ্কিত হয়ে ক্ষেত-খামার ও চিংড়ি ঘেরে কাজ করতে পারছে না।
খারাংখালী এলাকার কৃষক মোহাম্মদ ইসমাঈল বলেন, সকালে খারাংখালী সীমান্ত এলাকায় কৃষি কাজ করে চিংড়ি ঘেরে যাচ্ছিলাম। এ সময় বোমার মত বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। ভয়ে সাথে সাথে কাজ ফেলে দ্রুত বাড়িতে চলে আসি। এ বিষয়ে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট উখিয়ার আন্জুমান সীমান্ত এলাকা দিয়ে হাজার হাজার মিয়ানমারেরর নাগরিক রোহিঙ্গারা এ দেশে আশ্রয় নেয়। বর্তমানে ১২ লাখ রোহিঙ্গা উখিয়া-টেকনাফে ৩৪টি ক্যাম্পে অবস্থান করছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com