জাতীয় বেতন স্কেলের ১১-২০তম গ্রেডের সরকারী চাকুরীজীবীদের বেতন বৈষম্য নিরসনসহ সাত দফা দাবী বাস্তবায়নে নীলফামারীতে মানববন্ধন করেছে বাংলাদেশ সরকারী কর্মচারী দাবী ঐক্য পরিষদ। শনিবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দফতরে কর্মরত এই গ্রেডের কর্মচারীরা অংশগ্রহণ করেন। এতে সংগঠনের জেলা সভাপতি সেলিম আকতার, সাধারণ সম্পাদক আব্দুল আল মুকিত সৌরভ ও কেন্দ্রীয় সদস্য মঞ্জুর রহমান, সৈয়দপুর উপজেলা সভাপতি মনিরুজ্জামান মনির ও রংপুর বিভাগীয় কমিটির সহ-সভাপতি আরিফুজ্জামান বক্তব্য দেন। বাংলাদেশ সরকারী কর্মচারী দাবী ঐক্য পরিষদ এর জেলা সভাপতি সেলিম আকতার বলেন, শতকরা ৫০ভাগ মহার্ঘ ভাতা, পে-কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখা, পদ-পদবী পরিবর্তন, চাকুরীতে প্রবেশের বয়সসীমা ৩৫ এবং অবসরগ্রহণের বয়স ৬২বছর নির্ধারণসহ সাত দফা দাবী বাস্তবায়নে একযোগে এই কর্মসুচী পালন করা হয়।