মানিকগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডির) আয়োজনে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা অনুযায়ী সুশাসন প্রতিষ্ঠার নির্মিত্তে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়জুল হক। অন্যারে মাঝে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম ভূইয়া, সহকারী প্রকৌশলী মোঃ ইমরুল হাসান ও সহকারী প্রকৌশলী শাকিল রোখসাইন। উক্ত সভায় অংশ গ্রহণ করেন মানিকগঞ্জ জেলার সকল উপজেলা প্রকৌশলী, উপজেলা সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, জেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও ঠিকাদার। বক্তারা বলেন উন্নয়নশীল দেশে আরো উন্নয়নের লক্ষ্যে সকল ঠিকাদার গণ সময়ের গুরুত্ব দিয়ে সচেতনতা অবলম্বন করে টেকসই মজবুত নির্মাণ কাজ করলে দেশের ব্যাপক উন্নয়ন হবে।