ফরিদপুরের নগরকান্দায় জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি অফিস হল রুমে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। “বছরে ইঁদুর খাচ্ছে ফসল লক্ষ লক্ষ টন, খাদ্য ঘাটতি রুখতে দরকার ইঁদুর নিয়ন্ত্রণ এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমাম রাজী টুলু। এসময় আরো উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ চুন্নু, রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাইমুদ্দীন মন্ডল, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহিনুর আক্তার পপি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের কৃষক প্রতিনিধি বৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ইঁদুর নিধনের উপর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনা সভার আগে বিশাল এক র্যালী উপজেলা চত্বর হতে সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা কৃষি অফিসের সামনে এসে শেষ হয়।