বান্দরবানে লামা রাবার ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর লীজ প্রাপ্ত জমিতে অবৈধ অনুপ্রবেশকারী, অস্ত্রধারী সন্ত্রাসী কর্তৃক জোর পূর্বক স্থাপনা নির্মাণ, লেবার শেড ও টেপার শেড ভাংচুর, ১২ হাজারের বেশী রাবার গাছ কেটে ফেলা, কর্মকর্তা/কর্মচরীদের প্রাণ নাশের হুমকি এবং মিথ্যা মালমার প্রতিবাদে (১১ অক্টোবর) বিকাল ৫টায় লামা প্রেস ক্লাব হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ রাবার বোর্ডের সাবেক চেয়ারম্যান ও লামা রাবার ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর চেয়ারম্যান সৈয়দ মোয়াজ্জেম হোসেন লিখিত বক্তব্যে বলেন, আমরা বান্দরবান জেলার লামা উপজেলার অন্তর্গত কেয়াজু পাড়ায় দীর্ঘদিন থেকে রাবার প্লান্টেশন করে আসছি। আমাদের এই কোম্পানী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। লামা রাবার ইন্ডাষ্ট্রিজ লিমিটেড অত্যন্ত সু-প্রতিষ্ঠিত কর্মি বান্ধব একটি প্রতিষ্ঠান। দূর্গম পাহাড়ী অঞ্চলে সবুজ বিপ্লবের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে এই রাবার শিল্প। আজ এই সম্ভাবনাময় রাবর শিল্প কতিপয় কিছু স্বার্থলোভী মানুষরুপী পশুদ্বারা হুমকির সন্মুখীন। এবং নানানবিধ মানবসৃষ্ট সমস্যার জন্য প্রতিষ্ঠানটি আজ জর্জরিত।একের পর এক মিথ্যা মামলা, অস্ত্র মহড়া দিয়ে রাবার গাছ কেটে ফেলা, টেপার ও কর্মচারীদের বাড়ি ভাংচুর, বিপুল পরিমান মাসিক চাঁদা দাবি, প্রতিনিয়ত মেরে ফেলার হুমকি। যার ফলে দেশের সবচেয়ে বড় ব্যক্তি মালিকানাধীন এই প্রতিষ্ঠান আজ হুমকির সন্মুখীন। সরকার ও প্রশাসনের নিকট বিনীত আবেদন এই যে,লামা রাবার ইন্ডাষ্টিজ লিমিটেড এবং এই রাবার শিল্পকে বাঁচানোর জন্য আপনারা অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। রাবার শিল্পকে বাঁচানোর জন্য লামা রাবার কোম্পানীর চেয়ারম্যান সৈয়দ মেয়াজ্জেম হোসেন ১০টি লিখিত দাবি উপস্থাপন করেন, এসময় উপস্থিত ছিলেন,লামা রাবার ইন্ডাষ্টিজের পরিচালক (পিডি) মোহাম্মদ কামাল উদ্দিন, এফ,ডি শাহ করিমুল হক, ডিরেক্টর ইফতেখার আলম মজুমদার সহ প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারীগন।