মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এড. কাজী আরমান কটিয়াদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বোরো ধান রোপন নিয়ে শঙ্কিত কৃষকরা ভালুকায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য উৎসব টঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন লামা অবৈধ ৪ ইট ভাটায় যৌথ অভিযান : ১১ লাখ টাকা জরিমানা পাখির কিচির-মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের ‘বাইক্কা বিল’ কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু আশার প্রতিফলন এলাকাবাসীর ফটিকছড়িতে শহীদ জিয়ার নামে টুর্নামেন্টে প্রধান অতিথি নৌকার চেয়ারম্যান! কারণ দর্শানোর নোটিশ

বগুড়ায় ড্রেনেজ ব্যবস্থা নেই, সড়কে জলবদ্ধতায় পথচারীদের ভোগান্তি

প্রবীর মোহন্ত বগুড়া
  • আপডেট সময় রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

বগুড়ার আদমদীঘির ছোট আখিড়া-ইন্দইল পাকা সড়কে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ২ মাস ধরে জলবদ্ধতা রয়েছে সড়কে। ফলে যাতায়াতে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। ভোগান্তি দূরীকরণে এ সড়কের জলবদ্ধতার দ্রুত সমাধানের দাবী জনান এলাকাবাসী। জানা যায়, উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছোট আখিড়া-ইন্দইল সড়ক নামে পরিচিত সড়কটি। এই সড়ক পথ দিয়ে সাগরপুর, কালাইকুড়ী, আমুইল, কৈকুরী, কোমারপুর, চকসাবাজ, দাড়িকুড়ি, শালগ্রামসহ কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করে। এ কারনে কয়েকটি গ্রামের মানুষের কাছে এটি প্রধান সড়ক হয়ে দাড়িয়েছে। জলাবদ্ধতা আর খানাখন্দে সড়কটি এখন বেহাল দশায় পরিণত হয়েছে। পানি বের হবার কোন পথ না থাকায় জলাবদ্ধতা রয়েছে সড়কে। দিনের পর দিন পানি জমে থাকার কারনে সড়কের কার্পেটিং উঠে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এতেকরে ওই পথদিয়ে চলাচল পথচারীদের নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী। সরজমিনে গিয়ে জানাযায়, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় কয়েকদিন বৃষ্টির পানিতে তলিয়ে গেছে সড়কটি। শুধু সড়কই নয় পাশে চাতালের উঠানে পানি জমে আছে। ড্রেনটি অকেজো হওয়ায় পানি বেড় হবার কোন পথ নেই। এমতাবস্থায় ভোগান্তি ও দুর্ভোগ মাথায় নিয়ে প্রতিনিয়ত ওই পানি বন্দি পথ দিয়ে যাতায়াত করছে শতশত পথচারী। জনদুর্ভোগ কমাতে দ্রুত টেকসই ড্রেন নির্মাণ ও সড়ক সংস্কার করা প্রয়োজন। পথচারী শফিউল আলম বলেন, দিনে দুই বার এই সড়ক দিয়ে চলাচল করতে হয়। জলাবদ্ধতার কারনে যাতায়াতে খুব অসুবিধায় পড়তে হচ্ছে। কয়েকদিন আগে একজন চার্জার ভ্যানে যেতে ঝাঁকুনিতে পড়ে চালের দুটি বস্তা ফেটে পানিতে পড়ে নষ্ট হয়। পানিতে রাস্তা ডুবে থাকায় সড়কে ছোট-বড় গর্ত বোঝা যায়না। এতেকরে আমাদের বিপদের ঝুঁকি রয়েছে বলে জানায় শফিউলসহ অন্যান্য পথচারীরা। সড়কের পাশে বিসমিল্লাহ চাউল কলের ব্যবসায়ী গোলাম মোস্তফা বলেন, জলাবদ্ধতার জন্য শুধু সড়ক নয় চাতালের উঠানেও পানি জমেছে। দুই মাস ধরে চাতালের কাজ বন্ধ রয়েছে। উঠান না শুকানো পর্যন্ত ধান চালের কাজ করা যাচ্ছে না। এতে লোকসান গুনতে হচ্ছে। দ্রুতপানি নিষ্কাশন হলে আমাদের সকলের সুবিধা হত। তাই কর্তৃপক্ষের নিকট স্থায়ীভাবে ড্রেন নির্মানে হস্তক্ষেপ কামনা করছি। এ ব্যাপারে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক আবু বলেন, ওখানে কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি জমে আছে। এতে জনসাধারণের খুব ভোগান্তি হচ্ছে। সড়কের ধার দিয়ে যদি ড্রেন নির্মাণ করা যায় তাহলে পানি জমার সম্ভাবনা কমে যাবে। সওজ বা এলজিইডির সহযোগিতা করলে একটি স্থায়ী ড্রেন নির্মাণ করা সম্ভব। তাহলে বর্ষার সময় জনসাধারণের ভোগান্তি হবেনা বলে আশা করি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com