নওগাঁয় দিনব্যাপী উন্নয়ন মেলা-২০২২ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলার নিয়ামতপুর উপজেলার সাংশৈল আদিবাসী স্কুল এ্যান্ড কলেজ মাঠে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থ্য ঘাসফুল এই মেলার আয়োজন করে। ঘাসফুলের চেয়ারম্যান ড. মনজুর-উল-আমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব ও পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার এনডিসি।এসময় ঘাসফুলের নির্বাহী পরিষদের সদস্য পারভীন মাহমুদ এফসিএ, নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, পিকেএসএফের সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক গোলাম তৌহিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মেলায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এছাড়াও দিনব্যাপী মেলার মাধ্যমে স্থানীয়দের মাঝে ঘাসফুলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডগুলোকে তুলে ধরা হয়।