মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::
ভোলার বিভিন্ন চরাঞ্চল অতিথি পাখির কলকাকলিতে মুখরিত লালমোহনে ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সভাপতিকে সংবর্ধনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা সিংড়ায় পরিবেশ রক্ষার্থে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ কাজী আজিম উদ্দিন কলেজে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন টুঙ্গিপাড়ায় ভিক্ষুক ও হতদরিদ্রদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করলো সমাজসেবা অফিস জুডিসিয়াল সার্ভিস কমিশনের আওতায় এনে সহায়ক কর্মচারী অন্তর্ভুক্ত ও বিচার বিভাগের আলাদা সচিবালয় গঠনের নিমিত্তে দাবি পেশ দাউদকান্দিতে সড়কের মাটি ধসে পড়ল খালে, দুর্ঘটনার আশংকা সীতাকুন্ডে বিতর্কিত মাদ্রাসা পরিচালকের করা মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

বিচ্ছিন্ন সড়কের দু’পাশে স্টেশন ভাড়া ৭০টাকা দুর্ভোগে যাত্রীরা

কাইছার হামিদ মহেশখালী :
  • আপডেট সময় শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তা-বে বিচ্ছিন্ন হওয়া ব্যস্ততম সড়কের কাজ শুরু হয়নি এখনো। সেসুবাদে সড়কের ড্রাইভারেরা সিন্ডিকেট জনপ্রতি ৫০ টাকার স্থলে ৭০ টাকা নেয়ার অভিযোগ যাত্রীদের। এতে সীমাহীন ভোগান্তিতে পড়েছে ছোট্ট দ্বীপ মাতারবাড়ী-ধলঘাটার বৃহত্তর দু’ইউনিয়নের জনসাধারণসহ মেগা প্রকল্পে কর্মরত দেশি-বিদেশি সরকারী বেসরকারী কর্মকর্তা-কর্মচারীরা। বৃদ্ধ পুরুষ-মহিলাসহ মুর্মুর্ষ রোগিরাও। সরজমিনে গিয়ে দেখা যায়, গত ২৫ অক্টোবর রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রকোপে বঙ্গোপসাগরের সাগরের পানি প্লাবিত হয়ে লোকালয়ে প্রবেশ করে কালারমারছড়া চালিয়া টু মাতারবাড়ী সংযোগ সড়ক দ্বারাদিয়া খালের উত্তরে প্রায় ৩-৪ চেইন ব্যবধানে যাতায়তে একমাত্র সড়কটি চলমান কাজের একাধিক ডাইবেশন ভেংগে সম্পন্ন বিচ্ছিন্ন হয়ে যান চলাচলর বন্ধ। এমনকি গেল কয়েকদিন ভাংগা অংশটি ইঞ্জিনের নৌকা দিয়ে যাত্রী পারাপার করলেও সম্প্রতি পায়ে হেঁটে পারাপার করা যায়। তবে জোয়ারের সময় পানির স্রোতে যাত্রীরা অসুবিধায় পড়ে। এতে চরম দূর্ভোগে প্রকল্পের কর্মরত সরকারী বেসরকারী কর্মকর্তা ও কর্মচারীসহ দু’ইউনিয়নের প্রায় দেড় লক্ষাধিক জনসাধারণ। তবে সড়কটি বিচ্ছিন্ন হওয়ার কারণে ভাংগার দু’পাশের অস্থায়ী স্টেশনের লাইনম্যান ও যান চালকের যোগসাজসে ৫০ টাকা ভাড়ার স্থলে বদরখালী টু ভাঙ্গা ৪০টাকা এবং ভাঙ্গা টু মাতারবাড়ী নতুন বাজার স্টেশন ৩০টাকা নেয়ার অভিযোগ উঠেছে। খানাখন্দে সড়ক সংস্কারতো দূরের কথা! অন্ততঃ বিচ্ছিন্ন ডাইবেশন সংস্কার করে পূর্বের ন্যায় যান চলাচলের উপযোগী করে তুলতে দাবী তোলেন এতদাঞ্চলের সুশীল সমাজ। সড়কের বেহাল দশা এবং দূর্ভোগে বর্নণা দিয়ে অনেকে সোস্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয় মোহাম্মদ হোছাইন নামক এক পথচারীও এফবিতে মনের ভাব প্রকাশ করেন। প্রত্যেক্ষদর্শীরা জানান, সড়কের ভাঙ্গা অংশটিতে সাথে থাকা জিনিসপত্র মাথায় করে পারাপার করছেন। সচেতনমহলের ভাষ্য এহেন অবস্থায় মাতারবাড়ী-ধলঘাটায় চলমান প্রকল্পে অর্থনীতিতে ইতিবাচক প্রভাবও পড়তে পারে! তারা আরো জানান, আমরা সরকারের প্রয়োজন মুহুর্তে উন্নয়নের স্বার্থে চাষবাদের জায়গাজমি দিয়েছি। তবে আমরা পায়নি যাতায়তে একমাত্র সড়কটি। জেলা পরিষদের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য ও মহিলা আ’লীগ নেতৃ মশরফা জান্নাত খবরপত্রকে জানান, সিত্রাংয়ের প্রকোপে সড়কটি বিচ্ছিন্ন হয়ে ভাঙ্গার দু’পাশে স্টেশন। তারা সিন্ডিকেট প্রায় ৭-৮কিঃ দুরত্ব ৫০ টাকার স্থলে ৭০ টাকা ভাড়া আদায় করা অতিরিক্ত এবং অন্যায়। পাশাপাশি ঠিকাদারের প্রতিও সড়কটি দ্রুত সংস্কারের অনুরোধ করেন। মাতারবাড়ি ইউনিয়ন আ’লীগের সভাপতি জিএম ছমি উদ্দীন বলেন, “জনসাধারণের সুবিধার্থে সড়কটি দ্রুত সংস্কার করা অতিবঃ প্রয়োজন। তিনি ঠিকাদারের নিকটও অনুরোধ করেন এবং গাড়ী ভাড়ার বিষয়টি লাইন পরিচালক কে অবগত করা হয়েছে। লাইন পরিচালক অতিরিক্ত ভাড়া অস্বীকার করেন এবং তিনি নিজে উপস্থিত হয়ে পূর্বের ন্যায় ভাড়া বহাল থাকবেন বলেও সভাপতিকে আশ্বস্ত করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com