দেশ ও জাতি গঠনে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ করে কোর অব ইঞ্জিনিয়ার-এর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ভূয়সি প্রশংসা করে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এসবিপি ওএসপি এনডিইউ পিএসসি বলেছেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী ‘ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নে সাংগঠনিক কাঠামো বিন্যাস ও পরিবর্তনের পাশাপাশি আধুনিকায়নের প্রক্রিয়া চলমান রয়েছে। মঙ্গলবার সকালে নাটোরের নাটোরের দয়ারামপুরে কাদিরাবাদ ক্যান্টনমেন্টে ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিং-এর অধিনায়ক সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে সেনাপ্রধান স্মৃতি সেনানিবাসের অভ্যান্তরে স্মৃতি অম্লানে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ এবং একাডেমিক ভবনের সামনে গাছের চারা রোপন করেন। সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেজর জেনারেল এস এম কামরুল হাসান, ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং সদর দপ্তর, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড মেজর জেনারেল জুবায়ের সালেহীন, ইঞ্জিনিয়ার ইন চিফ অফ বাংলাদেশ সেনাবাহিনী খালেদ আল মামুন, বগুড়া এরিয়া কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মনিরুজ্জামান সহ ইঞ্জিনিয়ারিং কোরের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ এবং ইঞ্জিনিয়ারসের সকল ইউনিট অধিনায়কগণ।