অভিনব কায়দায় ভারতে পাচারের সময় মহেশপুরের শ্যামকুড় সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে ৫৮ বিজিবি। রবিবার সন্ধ্যায় স্বর্ণের বারসহ আটক চোরাকারবীর নাম সুমন মন্ডল(২৩)। সে মহেশপুর উপজেলার কাজীরবেড় গ্রামের হামিদুল মন্ডলের ছেলে। মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শাহীন আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামকুড় বিওপির টহল দল উপজেলার গুড়দাহ বাজারে অভিযান চালিয়ে সুমনকে আটকের পর তার কাছ থেকে ৫ টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়। স্বর্ণের ওজন ৫৮২.৮৬ গ্রাম। মূল্য ধরা হয়েছে এক চল্লিশ লাখ বাইশ হাজার চারশত বাইশ টাকা। তিনি আরো জানান, জুতার ভেতরে লুকিয়ে রেখে অভিনব পন্থায় স্বর্ণগুলো ভারতে পাচার করা হচ্ছিলো।