যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাস্তবায়নে প্রণোদনা কর্মসূচির আওতায় গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, মসুর, শীতকালীন পেঁয়াজ, মুগ ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক ৪হাজার ১৫ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার গতকাল দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে বিতরণ উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দিয়ে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ কাজী রফিকুল ইসলাম। এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার রিমা আক্তার, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার শেখ আলতাফ হোসেন, উপ-সহকারী অনাথ বন্ধু দাস, অর্চুত গাইন, রুস্তম আলী, সাজু প্রমুখ উপস্থিত ছিলেন।