বাংলাদেশকে বিশ্বের দরবারে ব্র্যান্ডিং করতে দেশে তৈরি রিকশা ইউরোপে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। তিনি বলেন, ‘ম্যানচেস্টার মিউজিয়ামের এশিয়ান গ্যালারিতে দর্শনার্থীদের রিকশায় চড়ার স্বাদ পূরণ করবে ঢাকার রিকশা।’ গতকাল রবিবার (২০ নভেম্বর) বিজিএমইএ কার্যালয়ে দেশকে ব্র্যান্ডিং করতে বিজিএমইএ’র নতুন উদ্যোগ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে ফারুক হাসান বলেন, ‘আগামী বছরের জানুয়ারিতে প্রতিবন্ধী খেলোয়াড়দের নিয়ে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি ওডিআই হুইলচেয়ার টুর্নামেন্ট করা হবে।’
বিজিএমইএ সভাপতি বলেন, ‘এই ব্যতিক্রমী উদ্যোগটি বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগে থাকতে পেরে বিজিএমইএ আনন্দিত।’
তিনি উল্লেখ করেন, বাংলাদেশের প্যাডেলচালিত রিকশার ঐতিহ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রম ছড়িয়ে দিতে কাজ করছে স্বেচ্ছাসেবী তরুণদের সংগঠন ‘উই লাভ রিকশা’। রিকশার ইউরোপ যাত্রায় উই লাভ রিকশা সংগঠনের সঙ্গে বিজিএমইএ, ম্যানচেস্টার মিউজিয়াম, ব্রিটিশ কাউন্সিল কাজ করছে। প্রথমে দুটি রিকশা পাঠানো হচ্ছে—একটি ম্যানচেস্টার মিউজিয়ামের এশিয়ান গ্যালারিতে প্রদর্শনীর জন্য, অপরটি দর্শনীয় স্থানগুলোতে দর্শনার্থীদের ভ্রমণের জন্য। সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে আগামী বছরে ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি পিস পেইজেন্ট প্রতিযোগিতা’র মাধ্যমে ব্র্যান্ডিং করা হবে। সে লক্ষ্যে চলতি ডিসেম্বরে দক্ষিণ কোরিয়া সফর করবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের সারা নানজেবা তোসা।