শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম ::
বগুড়া শেরপুরে আগুনে পুড়লো পঁচিশ বিঘা জমির ভুট্টা ইসলামাবাদে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন বীর মুক্তিযোদ্ধার নির্মাণাধীন দোকানে সন্ত্রাসী হামলা বাগেরহাট নানান আয়োজনে মে দিবস পালিত ভালুকা বিশেষায়িত পেঁয়াজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ কেন্দ্র উদ্বোধন বরিশালে জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কুড়িগ্রামের উলিপুরে ভুট্টা মাড়াইয়ে ব্যস্ত কৃষকেরা, দ্বিগুণ লাভের আশা নগরকান্দায় অগ্নিকান্ডে চারটি দোকান ঘর ভস্মীভূত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না হলে গণতন্ত্রের মুক্তি হবে না-কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার গলাচিপায় পুষ্টি সমন্বয় কমিটির সভা ও জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত

বাংলাদেশি ক্রিকেটারদের আরও বেশি আইপিএলে সুযোগ পাওয়া উচিত: রোহিত

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

আইপিএলের মতো বড় আসরে সুযোগ পাওয়া বরাবরই কঠিন। বড় দলের অনেক বড় খেলোয়াড়েরও অনেক সময় ডাক পড়ে না। বাংলাদেশ থেকে গত কয়েক বছরে দেশের প্রতিনিধিত্ব করেছেন কেবল সাকিব আল হাসান আর মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ দলে কি আর বিশ্বমানের ক্রিকেটার নেই? কেন আরও ক্রিকেটার সুযোগ পাচ্ছেন না? ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা অবশ্য মনে করেন, আইপিএলে খেলার মতো ভালো ক্রিকেটার বাংলাদেশ দলে আরও আছে।
প্রশ্নটা এসেছিল লিটন দাসের প্রসঙ্গে। লিটন অনেক দিন ধরেই দুর্দান্ত ফর্মে আছেন। ভারতের বিপক্ষে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচেও ২৭ বলে ৬০ রানের অবিশ্বাস্য এক ইনিংস বেরিয়ে আসে তার ব্যাট থেকে।
এবারের আইপিএলে লিটন দল পেতে পারেন, এমন গুঞ্জন শোনা যাচ্ছে। এই বিষয়ে রোহিতের দৃষ্টি আকর্ষণ করা হলে ভারতীয় দলপতি বলেন, ‘লিটন দাস একা নন। বাংলাদেশের কয়েকজন খেলোয়াড় আছে এক্সাইটিং। দল হিসেবেও তারা চ্যালেঞ্জিং। আমার মনে হয় বাংলাদেশের খেলোয়াড়দের আইপিএল খেলার মতো সামর্থ্য আছে।’
বাংলাদেশের কোন কোন ক্রিকেটার আইপিএল খেলতে পারেন? এমন প্রশ্নে রোহিত বলেন, ‘আমি যতটুকু জানি, এখন পর্যন্ত কোনো ফ্র্যা াইজি তাদের দল চূড়ান্ত করে ফেলেনি। তাই এই মুহূর্তে বলা কঠিন, কে কার বিবেচনায় আছে। তবে আমার মনে হয়, বাংলাদেশের ক্রিকেটারদের আরও বেশি আইপিএলে সুযোগ পাওয়া উচিত।’
বাংলাদেশের দর্শকদের ক্রিকেট উম্মাদনা সম্পর্কেও ভালোই অবগত আছেন রোহিত। তিনি বলেন, ‘আমরা জানি বাংলাদেশের দর্শকরা কতটা ক্রিকেট পাগল। আর বাংলাদেশ দলও আগের চেয়ে অনেক উন্নতি করেছে। আশা করছি, উপভোগ্য একটা সিরিজই হবে।’
আগামীকাল (রোববার) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেটি শুরু হবে দুপুর ১২টায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com