গত দুই মাসে ৫ শতাধীক থ্রী হুইলারের বিরুদ্ধে মামলা দিয়ে ২৫ শত করে ৫শত গাড়ীতে প্রায় ১২ লক্ষাধীক টাকা জরিমানা আদায় করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। গত দুই মাসে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির নেতৃত্বে হাটিকুমরুল হাইওয়ে থানা এলাকায় মহাসড়কে নিয়মিত এসব অভিযান পরিচালনা করে অযান্ত্রিক যানবাহনে মামলা করেন। এতে করে বিগত সময়ে তুলনায় মহাসড়কে অযান্ত্রিক যানবাহ থ্রী হুইলার চলাচল কমায় (অযান্ত্রীক যানবাহনের) কারণে ঘটিত সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর হার শূন্যর কোঠায় নেমে এসেছে। মহাসড়ক নিরাপদ রাখতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে-জানিয়েছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল করিব। মহাসড়কে নিরাপদ রাখতে এসব অযান্ত্রিক যানবাহন বন্ধে আরো সোচ্ছার ভুমিকা রাখবে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ, এমনটাই দাবী করেন হানিফ এন্টারপ্রাইজের চালক মফিজ মিয়া।