মাত্রই শেষ হয়েছে রাসেল ডমিঙ্গো অধ্যায়। তবে এরই মাঝে প্রশ্ন উঠেছে ক্রিকেট পাড়ায়, কে হবেন নতুন কোচ এই দফায়? নানা জনকে নিয়ে নানান জল্পনা-কল্পনা, আলোচনা থাকলেও এখনো মেলেনি কোনো সমীকরণ। বিসিবি কর্তারা এবার বেশ পেশাদার, কোনোভাবেই মুখ খুলছেন না তারা। বিসিবির সিও নিজাম উদ্দীন চৌধুরী সুজন শুধু জানালেন ভেবেচিন্তেই কোচ নিয়োগ করতে চায় বিসিবি। সেই সাথে জানান, লম্বা সময়ের জন্যই দল তার হাতে তুলে দিতে চায় বিসিবি। নিজামুদ্দীন বলেন,‘আমরা লম্বা সময়ের জন্যই যাব। এটাই আমরা প্রেফার করি। জাতীয় দলের হেড কোচ লম্বা সময়ের জন্যই হওয়া দরকার।’
জানা গেছে, টাইগারদের প্রধান কোচ হওয়ার বিবেচনায় আছেন দক্ষিণ আফ্রিকান ল্যান্স ক্লুজনার ও অস্ট্রেলিয়ার মাইক হাসিও। তবে কড়া হেডমাস্টারের তকমা পাওয়া শ্রীলঙ্কান হাথুরুসিংহেই এগিয়ে আছেন বেশি। গুঞ্জন আছে টম মুডিকে নিয়েও। তবে এগুলোর কোনোটাতেই গতকাল সায় দেননি নিজাম উদ্দীন চৌধুরী। সবাইকে রেখে দিলেন অপেক্ষায়।
কোচ বেছে নেয়ার জন্য অভিজ্ঞতা ও দক্ষতা বিবেচনা করা হবে জানিয়ে নিজামউদ্দিন বলেন, ‘আমরা যখন সব নাম পাব, তখন সিদ্ধান্ত নেব এর মধ্যে সেরা অপশন কোনটা হবে। অবশ্যই সেরা অপশনটাকেই নেব। সেক্ষেত্রে নাম, অভিজ্ঞতা; সবই বিবেচনা করা হবে। এই মুহূর্তে এটা বলা ঠিক হবে না। বোর্ড তখন সিদ্ধান্ত নেবে কিভাবে প্রসিড করবে।’ মূলত আগামী ইংল্যান্ড সিরিজের আগে বিপিএলের জন্য লম্বা বিরতি থাকায় কোচ নিয়োগে তাড়াহুড়ো করতে চায় না বিসিবি। তিনি বলেন, ‘ইংল্যান্ড-বাংলাদেশ সফর করবে। এখানে একটু সুবিধা আছে। সময় পাচ্ছি। মাঝে বিপিএলেরর সময়। চেষ্টা থাকবে ইংল্যান্ড সফরের আগে নির্ভরযোগ্য কাউকে জাতীয় দলের সাথে সম্পৃক্ত করার।’