রাষ্ট্রকাঠামো মেরামতের রুপরেখা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত ২৭ দফা দাবীর বিশ্লেষণ নিয়ে ফেনীতে জেলা বিএনপির উদ্যাগে ৩ জানুয়ারী মঙ্গলবার ফেনী শহরের তাকিয়া রোডের বিপিএস টাওয়ারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলা উদ্দিন গঠনের সঞ্চালনায় এবং জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদিন ভিপি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমদ, বিএনপির চট্রগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার। উক্ত অনুষ্ঠানে জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ২৭ দফা রুপরেখা একটি মুক্তির সনদ। উক্ত ২৭ দফায় অবরুদ্ধ গনতন্ত্রকে মুক্তির রুপরেখা তুলে ধরা হয়েছে। এ দফা সমুহে বাংলাদেশের রাষ্ট্রকাঠামো সংস্কারের বিষয়টি তুলে ধরা হয়েছে। এটি বাস্তবায়িত হলে দেশের চেহারা পাল্টে যাবে। তিনি সকলকে ২৭ দফার প্রেক্ষিতে জনমত গড়ে তুলতে সকল নেতাকর্মীর প্রতি উদাত্ত আহ্বান জানান।