মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
ভোলার বিভিন্ন চরাঞ্চল অতিথি পাখির কলকাকলিতে মুখরিত লালমোহনে ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সভাপতিকে সংবর্ধনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা সিংড়ায় পরিবেশ রক্ষার্থে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ কাজী আজিম উদ্দিন কলেজে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন টুঙ্গিপাড়ায় ভিক্ষুক ও হতদরিদ্রদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করলো সমাজসেবা অফিস জুডিসিয়াল সার্ভিস কমিশনের আওতায় এনে সহায়ক কর্মচারী অন্তর্ভুক্ত ও বিচার বিভাগের আলাদা সচিবালয় গঠনের নিমিত্তে দাবি পেশ দাউদকান্দিতে সড়কের মাটি ধসে পড়ল খালে, দুর্ঘটনার আশংকা সীতাকুন্ডে বিতর্কিত মাদ্রাসা পরিচালকের করা মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

ফরিদপুরে ক্রয় ক্ষমতার মধ্যে ফুটপাতে বিক্রি হচ্ছে শীতের গরম কাপড়

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি ফরিদপুর :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

ফরিদপুরের বিভিন্ন ফুটপাতে সব শ্রেণীর মানুষদের জন্য বিক্রি হচ্ছে শীতের গরম কাপড়। আর দাম কম থাকায় অধিকাংশ লোকের পছন্দ ফুটপাতের গরম কাপড়ের দিকে। এ ব্যাপারে খোঁজ নিয়ে জানাগেছে শহরের , বলাকা সুপার মার্কেটের সামনে, জনতা ব্যাংকের মোড়, ফরিদপুর জজ কোর্টের সামনে, থানা রোডে সবচাইতে বেশি বেচাকানো হচ্ছে এসব শীতের পোশাক। এসব গরম কাপড়ের দাম একদিকে যেমন কম। তেমনি সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে বলে বেচাকেনা হচ্ছে দেদারসে। এ ব্যাপারে মজিবর নামে একজন দোকানী জানান তার কাছে সর্বনি¤œ ৩০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকা দামের শীতের পোশাক  রয়েছে। তিনি আরো জানান অভিজাত দোকানগুলিতে শুধুমাত্র সমাজের বিত্তবানরা কিনতে পারেন। কিন্তু ফুটপাতে সকল ধরনের লোকজন শীতের পোশাক কিনছেন। একই সাথে দিনশেষে আমরা মোটামুটি ভালো বেচাকেনা করতে পারছি। এ ব্যাপারে বেশ কয়েকজন  শিক্ষার্থী জানান তুলনামূলকভাবে দাম কমের কারণে আমরা ফুটপাতেই বেশি নির্ভরশীল হয়ে পড়ি। এখানে মাত্র ২০০ টাকার মধ্যে যেই পোশাক টা পাওয়া যায় অভিজাত ও দোকান গুলিতে তা কেনার কথা  কল্পনাও করা যায় না। যদিও শীতবস্ত্রের  দাম একটু কম তা সত্ত্বেও  মালামাল গুলো মোটামুটি মানসম্মত। এক্ষেত্রে বেচাকেনার শীর্ষ রয়েছে শিশুদের পোশাক এরপর মহিলাদের এবং বয়স্ক লোকদের। আর অল্প টাকা তে একটা মানসম্মত পোশাক পেয়ে অনেককে খুশি হতে দেখা যাচ্ছে। অন্যদিকে নগরকান্দায়  মুক্তিযোদ্ধা মার্কেটেও শীতের পোশাক ফুটপাতে বিক্রি হচ্ছে নিয়মিত। বিক্রেতা মজিবর রহমান বলেন কয়েকদিনের শৈত্য প্রবাহের কারনে বেচাকেনা ভালোই হচ্ছে। সব ধরনের লোকজন আমাদের কাছ থেকে শীতের পোশাক কম দামে কিনে নিচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com