সরকারি তিতুমীর কলেজ থেকে ২০১৩ সালে পড়াশুনা শেষ করে একটি নাম করা বেসরকারি আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানে প্রায় ৪ বছর চাকুরী করেন। কিন্তু কোথায় জানি অপূর্ণতা। চাকরির ধরাবাঁধা গ-ির বাইরে স্বাধীনভাবে একটা কিছু করতে ইচ্ছে করতে চেয়েছিল। তখন মাথায় আসলো নিজেই ব্যবসা করবে যে কথা সে কাজ। চাকরি ছেড়ে দিয়ে ২০১৭ সালে ঢাকার ওয়ার্লেস নামক স্থানে জে পি এক্সপ্রেস নামে একটি আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস গড়ে তোলে। নিজের সকল মেধা অভিজ্ঞতা ও কঠোর পরিশ্রম দিয়ে গত ৫ বছর প্রতিষ্ঠানটি ব্যাপক সুনামের সাথে ৩টি শাখা অফিস ও দেশের বাইরে একাধিক অফিস নিয়ে কুরিয়ার ও কার্গো সেবা দিয়ে আসছে যার কর্পোরেট অফিস মহাখালি ডিওএইচএস এরিয়াতে যেখানে ৫০জন কর্মরত আছেন। উদ্যোক্তা জালাল উদ্দিন জানান, আমার লক্ষ্য হচ্ছে বাংলাদেশের ব্যবসায়ীদের উৎপাদিত পন্য বিদেশে রপ্তানি করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো।