ফরিদপুরের সদরপুরে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ কামরুল আহসান তালুকদার (পিএএ) সদরপুরের বিভিন্ন মহলের সাথে মতবিনিময়, বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও উপকরণ বিতরণ করেন। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী এসব কর্মসূচি পালিত হয়। জেলা প্রশাসক মহোদয় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং বৃক্ষরোপণ করেন। পরে উপজেলা পরিষদ হল রুমে কারাতে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ, দুস্থ পরিবারের মধ্যে নৌকা বিতরণ, জাইকার অর্থায়নে কৃষি প্রশিক্ষণ উপকরণ বিতরণ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন, ইউনিয়ন পরিষদ ও স্কুল পরিদর্শন, বিভিন্ন আশ্রায়ন প্রকল্প পরিদর্শন, নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন, নয়াকান্দি আশ্রায়ন প্রকল্পের ৬৯টি ঘর ও ভূমি হস্তান্তর করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার প্রারম্ভে বীর মুক্তিযোদ্ধা, কর্মকর্তাকর্মচারী জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজ প্রতিনিধিবৃন্দ নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। জেলা প্রশাসক মহোদয় তার বক্তব্যে বলেন, সদরপুর উপজেলাকে আগে নদী ভাঙ্গন থেকে রক্ষা করা হবে এরপর উন্নয়ন। বক্তব্যে তিনি মাদকমুক্ত ও ইভটিজিং মুক্ত স্মার্ট সদরপুর গড়ার প্রতিশ্রুতি দেন।