গনতন্ত্র পুনরুদ্ধারে পটুয়াখালী জেলা বিএনপির আয়োজনে ১০ দফা দাবি ও বিদ্যুৎ, গ্যাস এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিতে এবং ৪ ফেব্রুয়ারী ২০২৩ বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারী ২০২৩ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় পটুয়াখালীর বধুয়া কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবদুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটি বিএনপির বরিশাল সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। প্রধান বক্তা হিসাবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির রহমান মৃধা, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, দুমকি উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন নান্ন, জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আনোয়ারা শাহজাহান, সাধারণ সম্পাদক ফারজানা রুমা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শিবলু খান, জেলা শ্রমিক দলের সভাপতি জাহিদুর রহমান বাবু খান, জেলা কৃষক দলে সভাপতি জহিরুল ইসলাম ইভান, জেলা তাতী দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাহিন, জেলা মৎস্য দলের সভাপতি ভিপি শাহিন, জেলা ছাত্রদলের সভাপতি শফিউল বাশার উজ্জ্বলসহ জেলা বিএনপির, উপজেলা বিএনপির নের্তৃবৃন্দ। এ সময় বক্তৃতারা বলেন ৪ ফেব্রুয়ারিতে বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে হবে।