১৮ বছর পর দিনাজপুরের হিলি কাস্টমসে বিভিন্ন সংস্থা কর্তৃক জব্দকৃত আমদানি নিষিদ্ধ, আমদানি নিয়ন্ত্রিত, অবৈধ মালিকানাধীন মেয়াদোত্তীর্ণ ৫০ ট্রাক পণ্য ধ্বংস করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে হিলি পৌরসভার জালালপুর শ্মশান ঘাটের পাশে একটি খালি জায়গায় বড় গর্তে পুড়িয়ে এসব পণ্য ধ্বংস কার্যক্রম শুরু করে কাস্টমস কর্তৃপক্ষ। এসময় হিলি কাস্টমসের ডেপুটি বায়জিদ হোসেন, দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ছামিউল আলম, দিনাজপুর মাদক অধিদপ্তরের উপ-পরিচালক শাহ নেওয়াজ উপস্থিত ছিলেন।