সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন

তারাকান্দায় উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩

ময়মনসিংহের তারাকান্দা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (২০শে ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা যৌথ কমিটির সভায় ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়। তারাকান্দা উপজেলার নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মাহফুজুল আলম মাসুম। আরও বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ফজলুল হক, তারাকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন ও মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন, বালিখা ইউপি চেয়ারম্যান শামছুল আলম,তারাকান্দা ইউপি চেয়ারম্যান খাদেমুল আলম শিশির,ঢাকুয়া ইউপি চেয়ারম্যান ইকরামুল হক তালুকদার,বানিহালা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, আবুল কাশেম প্রমূখ। বক্তারা বক্তব্যে বলেন বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা মহোদয় দেশে ভূমিহীন ও গৃহহীনদের জায়গা ও ঘর প্রদান করে নজির স্থাপন করেছেন। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলার অন্যান্য চেয়ারম্যান গণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বীর মুক্তিযুদ্ধাগণ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউপি সচিব বৃন্দ ও সাংবাদিক বৃন্দ, সুশিল সমাজের নেতৃবৃন্দ। জানা গেছে, উপজেলায় ১ম পর্যায়ে রামপুর ইউনিয়নের মাধপুরে ৩৫টি, বালিখা ইউনিয়নের মাসকান্দায় ১৫ টি, ২য় পর্যায়ে কামারগাঁও ইউনিয়নের কামারগাঁওতে ৪০টি, ৩য় পর্যায়ে বালিখায় ২৮টি ও বানিহালা ইউনিয়নের বানিহালাতে ১২ টি,৪র্থ পর্যায়ে বালিখায় ৩ টি ও বানিহালাতে ১৮ টি মোট ১৫১ টি পরিবারের মাঝে ভূমি ও গৃহ করে প্রদান করা হয়েছে। এর আগে অতিথিকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com