‘পরিষ্কার ভূরুঙ্গামারী, নিরাপদ ভূরুঙ্গামারী’ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়কের উপর ও তার আশপাশে স্তুপাকারে জমে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার ও অপসারণ করেছে একদল তরুণ। শুক্রবার দুপুরে উপজেলার ভূরুঙ্গামারী ফাযিল মাদরাসা ও বালিকা উচ্চ বিদ্যালয় সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানগামী সড়কের চৌরাস্তার (পুরাতন থানা পাড়া এলাকায়) উপর জমে থাকা ময়লা-আবর্জনা ও আগাছা পরিষ্কার করে ওই তরুণরা। তারা ভূরুঙ্গামারী ফাউন্ডেশন নামের একটি সংগঠনের সদস্য। ফাউন্ডেশনের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে পুরো উপজেলা জুড়ে এরূপ পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। তরুণরা জানায় রাস্তার উপর স্তুপাকারে জমে থাকা ময়লা-আবর্জনা চলাচলের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এছাড়া সেখান থেকে দূর্গন্ধ বের হয় যা পরিবেশকে দূষিত করে এবং রোগজীবাণু ছড়ায়। পরিবেশ বান্ধব ভূরুঙ্গামারী তৈরির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযানে অংশ গ্রহণ ও সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছে স্বপ্নবাজ তরুণরা।