গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার প্রত্যান্ত পল্লী এলাকার কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম মির্জাপুর দ্বি-মূখী ফাজিল ডিগ্রী মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও চলতি বছর দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী বিদায় অনুষ্ঠান ২০ মার্চ মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়। ১৯৫১ সালে স্থাপিত মাদ্রাসাটি সুনামের সাথে পরিচালিত হওয়ায় প্রতিবছর এখান থেকে কৃতি শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় অত্র মাদ্রাসার মেধাবী ছাত্র আঃ খালেক নয়ন চলতি বছর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায়, ২০২২ সালে দাখিল পরীক্ষায় জাহিদ ইসলাম জিপিএ ৫.০০ এবং একই সালের আলিম পরীক্ষা নাদিম মাহমুদ জিপিএ ৫.০০ অর্জন করায় মাদ্রাসার পক্ষ থেকে তিন শিক্ষার্থী সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ জাহেদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। বিশেষ অতিথি একাডেমিক সুপারভাইজার আলমগীর হোসেন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন গভর্নিং বডির সহ-সভাপতি আঃ গোফ্ফার, সাবেক অধ্যক্ষ আবু জাফর, পলাশবাড়ী প্রেসক্লাব সহ-সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম, সহকারী অধ্যাপক হেলালুর রহমান, ইংরেজি বিভাগের প্রভাষক ইউসুফ আলী, শিক্ষক আহসান আলী সরকার সহ বিদায়ী শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। সভা শেষে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। বিদায়ী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও ফুল দিয়ে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।