সিরাজগঞ্জের শাহজাদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মান কাজের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজশাহী সড়ক ও জনপদ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামানের সভাপতিত্বে পৌর শহরের বিসিক বাসস্ট্যান্ডে এ ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা। এসয়ম উপস্থিত ছিলেন, পৌর সভার সাবেক মেয়র নজরুল ইসলাম, অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা, আওয়ামীলীহলগের কেন্দ্রীয় আন্তর্জাতিক উপকমিটির সদস্য সুমগ্ন করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা কে,এম নাসির উদ্দিন সহ আরো অনেকে। এদিন পৌর সদরের মনিরামপুর ঋষিপাড়া মন্দির পরিদর্শন করে উন্নয়নমুলক কাজের জন্য এমপি কবিতা দুই লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন।