নওগাঁর বদলগাছীতে এমপিও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে বেসরকারী স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষক সমিতি এক মানব বন্ধন কর্মসূচি পালন করেছে। উপজেলা পরিষদ গেটের সামনে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত থালা হাতে নিয়ে শিক্ষক শিক্ষিকা গণ এই মানব বন্ধন কর্মসূচি পালন করেছে। এই সময় অনুষ্ঠিত মানব বন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক নাজমুল হক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম কিবরিয়া, সহকারী অধ্যাপক জামান হোসেন, প্রভাষক নজরুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক মনিরুজ্জামান প্রমুখ। এরপর তাঁরা উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।