আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে, জন-জীবনের নিরাপত্তা, পরিবহন শৃঙ্খলা, সড়ক নিরাপত্তা ,সন্ত্রাস- নাশকতা প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন, গ্রাম আদালত ব্যবস্থাপনা, মানুষের সার্বিক নিরাপত্তা ও বাজারের খাদ্য পণ্য নিয়ন্ত্রণ সহ নানা বিষয় নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা দশটায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান মু. শাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মারজিয়া নিতু,অফিসার ইনচার্জ ও কমিটির সদস্য সচিব শোনিত কুমার গায়েন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মোঃ মেসবাহ উদ্দিন, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী, মহিলা ডিগ্রী কলেজে অধ্যক্ষ মোঃ শাহজাহান মিয়া, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা ওয়াহিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস। পরিষদের চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন গলাচিপা সদর ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন, চর বিশ্বাস ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল, চরকাজল ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান মোল্লা, পানপট্টি ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, গজালিয়া ইউপি চেয়ারম্যান হাবিব বিশ্বাস সহ নানা বিষয়ে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নিজামুদ্দিন তালুকদার ও প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিল্টন প্রমুখ। সভায় সকলের আলোচনা সাপেক্ষে সভাপতি নির্বাহী অফিসার সার্বিক বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার নিমিত্তে সকলের সহযোগিতা কামনা করেন। পরে মুজিবনগর সরকার ১৭ এপ্রিল/৭১ বিষয়ে পর্যালোচনা পূর্বক আলোচনা সভায় উল্লেখিত ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।