মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম ::
ভোলার বিভিন্ন চরাঞ্চল অতিথি পাখির কলকাকলিতে মুখরিত লালমোহনে ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সভাপতিকে সংবর্ধনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা সিংড়ায় পরিবেশ রক্ষার্থে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ কাজী আজিম উদ্দিন কলেজে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন টুঙ্গিপাড়ায় ভিক্ষুক ও হতদরিদ্রদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করলো সমাজসেবা অফিস জুডিসিয়াল সার্ভিস কমিশনের আওতায় এনে সহায়ক কর্মচারী অন্তর্ভুক্ত ও বিচার বিভাগের আলাদা সচিবালয় গঠনের নিমিত্তে দাবি পেশ দাউদকান্দিতে সড়কের মাটি ধসে পড়ল খালে, দুর্ঘটনার আশংকা সীতাকুন্ডে বিতর্কিত মাদ্রাসা পরিচালকের করা মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে ফ্রান্সে ‘পজিটিভ বাংলাদেশ’ শীর্ষক সম্মেলন 

প্যারিস থেকে মুহাম্মদ নূরুল ইসলাম
  • আপডেট সময় রবিবার, ৭ মে, ২০২৩

অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে ‘পজিটিভ বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন সম্প্রতি প্যারিসের কম্পানিল হোটেলের বল রুমে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশি কমিউনিটির সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গের এক মহামিলন ছিল এই আয়োজন। অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনে নিহত সকল শহীদ স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ। সাংবাদিকতার স্বাধীনতা, রেমিটেন্স যোদ্ধাদের ইতিবৃত্ত, পজিটিভ বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভুমিকা নিয়ে প্রায় তিন ঘণ্টাব্যাপী ইউরোপ মধ্যপ্রাচ্য ও আফ্রিকা মহাদেশে থেকে ১৭টি দেশের আমন্ত্রিত অতিথিরা গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
সংগঠনের সভাপতি ফয়সাল আহাম্মেদ দ্বীপের পরিচালনায় প্রধান উপদেষ্টা শরীফ আল মমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আয়েবার সহ সভাপতি ফখরুল আকম সেলিম, বিশেষ অতিথি ছিলেন, শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন, পর্তুগাল লিসবনের সাবেক কাউন্সিলর রানা তাসলিম উদ্দিন, মির্জা গ্রুপের প্রেসিডেন্ট মির্জা মাজহারুল, কমিউনিটি নেতা সালেহ আহমদ চৌধুরী, কুমিল্লা সমিতির উপদেষ্ঠা মোহাম্মাদ আলী, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি আশরাফ ইসলাম, ক্রাব এর সাধারন সম্পাদক সাংবাদিক মামুনুর রশীদ, বিকশিত নারী সংঘের সভাপতি তৌফিকা সাহেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক মিল্টন সরকার সহ আরো অনেকে। এসময় বক্তারা সাংবাদিকদের ভূয়সি প্রশংসা করে বলেন, এই সংগঠনের প্রত্যেকটি সদস্য বস্তুনিষ্ট সাংবাদিকতায় নির্ভিক সৈনিক হিসাবে ইউরোপে বাংলা গণমাধ্যমের অতন্দ্র প্রহরী।
বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ অবদান এবং সামাজিক সেবামূলক খাতে বিশেষ ভূমিকা রাখায় এনআরবি সিআইপি তৌফিকুজ্জমান পলাশ ও শেখ আলামিন, বিবিসি এক্সিকিউটিভ ডিরেক্টর জানা মার্টিন, সরকার গ্রুপ চেয়ারম্যান লুৎফর রহমান সরকার, বিশিষ্ট ব্যাবসায়ী, শাহাদাত হোসাইন, মোজাম্মেল আলম দিপু , প্রতিষ্ঠাতা এবং উদ্যোক্তা আবু ইমান, প্রশাষনিক কর্মকর্তা এ এম আজাদ, সংগঠক ও উদ্যোক্তা মিজানুর রহমান খানকে কমিউিনিটি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়াও পাঁচজন গুনীজনকে সম্মাননা স্মারক দেয়া হয়।
এবারের অনুষ্ঠানে ২০২৩ সালে ইউরোপ সেরা সাংবাদিক স্বীকৃতি অর্জন করেছেন এমডি রিয়াজ হোসেন নিউজ ২৪ ইতালী প্রতিনিধি, ফাতেমা রহমান রুমা ডিবিসি জার্মানী প্রতিনিধি, মোহাম্মদ আসলামুজ্জামান আরটিভি ইতালী প্রতিনিধি। এর আগে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মাহবুব সুয়েদ, অর্থ সম্পাদক মোহাম্মদ মাহবুব হোসাইন ও সদস্য গোলাম রাব্বানী রাজা। সম্মেলন শেষে অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের ২০২৩-২০২৪ সেশনের নির্বাচন অনুস্ঠিত হয়।
সংগঠনের সাধারন সভায় সদস্যদের সরাসরী ভোটে সভাপতি হিসেবে পূনঃনির্বাচিত হয়েছেন একাত্তর টিভি ফ্রান্সের প্রতিনিধি ফয়সাল আহমেদ দ্বীপ, যুগ্মভাবে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে ডেইলী স্টার পত্রিকার কন্ট্রিবিউটর মোঃ রাসেল আহম্মেদ ও ডিবিসি নিউজ জার্মান প্রতিনিধি ফাতেমা রহমান রুমা ( এই জনের মধ্যে ২০২৩ সালে রাসেল আহম্মেদ ও ২০২৪ সালে ফাতেমা রহমান রুমা দায়িত্ব পালন করবেন) এবং ট্রেজারার হিসেবে পূনঃনির্বাচিত হয়েছেন সিটিজেন ভিউজ এর সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মাহবুব হোসাইন। সংগঠনের প্রধান উপদেষ্টা শরীফ আল মোমিন নির্বাচন পরিচালনা করেন। আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে নির্বাচিতরা জানিয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com